Saturday, 2 August, 2025
2 August, 25
Homeরাজ্যKolkata: পি এস ইউ এর ২৩ তম রাজ্য সন্মেলনের লোগো আনুষ্ঠানিক ভাবে...

Kolkata: পি এস ইউ এর ২৩ তম রাজ্য সন্মেলনের লোগো আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গতকাল কলকাতায় আরএসপি-র ছাত্র সংগঠন পি এস ইউ এর ২৩ তম রাজ্য সন্মেলনের লোগো আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল।

আরও পড়ুন: Balurghat: বালুরঘাটে রসিদ না দিয়েই জরিমানা আদায়

এ’দিন সম্মেলন উপলক্ষে সংগঠনের প্রাক্তনীদের নিয়ে গঠিত হয় অভ্যর্থনা কমিটি।

রাজ্যের প্রায় ১৫ টি জেলা থেকে তিন শতাধিক নির্বাচিত প্রতিনিধি নিয়ে আগামী ১৯ ও ২০শে এপ্রিল’২৫ সন্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজ্যের শ্রমিক আন্দোলন তথা বাম আন্দোলনের অন্যতম নেতা এবং পিএসইউ এর প্রাক্তন নেতৃত্ব অশোক ঘোষ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পিএসইউ এর সাধারণ সম্পাদক নওফেল মহা: সফিউল্লা, রাজ্য সম্পাদক কৌশিক ভৌমিক, রাজ্য কমিটির সদস্য সায়ন্তন, সুজাউদ্দিন, সৌরভ সহ অন্যান্যরা।

অন্যদিকে পিএসইউ এর প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশীষ মুখার্জী, দীপক সাহা, সর্বানী ভট্টাচার্য, মৃন্ময় সেনগুপ্ত, পুলক মিত্র, আদিত্য জোয়ারদার সহ অন্যান্যরা। প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন পর আরএসপি তথা তাদের কোন গণ সংগঠন এর রাজ্য সম্মেলনের মত গুরুত্বপূর্ণ কর্মসূচী কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে।

সেই উপলক্ষে তাদের প্রস্তুতি শুরু করেছে। পিএসইউ এর নেতৃত্ব সূত্রে জানা গেছে প্রকাশ্য সভার মধ্য দিয়ে এই সম্মেলন আগামী ১৯শে এপ্রিল শুরু হবে। ২৩ তম সম্মেলনের মঞ্চের (রাজ্য যুব কেন্দ্র) নামকরণ করা হয়েছে সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত রবি দাস এর নামে এবং নগরের (কলকাতা) নামকরণ করা হয়েছে পিএসইউ এর প্রাক্তন নেতা তথা বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী প্রয়াত বিশ্বনাথ চৌধুরীর নামে।

আরও পড়ুন: Bangladesh: শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

পিএসইউ এর রাজ্য সম্পাদক কৌশিক ভৌমিক জানিয়েছেন রাজ্য ও কেন্দ্রের সরকার যেভাবে নয়া জাতীয় শিক্ষা নীতির মত নানা কৌশলে শিক্ষাকে বাজারের হাতে তুলে দেওয়ার নীল নক্সা রচনা করে চলেছে প্রতিনিয়ত তার বিরুদ্ধে বৈষম্য মুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এছাড়াও পিএসইউ নেতৃত্ব জানিয়েছেন আগামী ৯-১১ মে, ২০২৫ কেরলের কোল্লাম শহরে সংগঠনের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন