Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeদক্ষিণবঙ্গRam Mandir at Murshidabad: হয়ে গেল বড় ঘোষণা, বাংলার বুকে রাম মন্দির!

Ram Mandir at Murshidabad: হয়ে গেল বড় ঘোষণা, বাংলার বুকে রাম মন্দির!

গত বছরই মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ তৈরি করার কথা বলেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার সেখানেই রাম মন্দির তৈরি করার কথা ঘোষণা করা হল। জানানো হয়েছে, চলতি জানুয়ারি মাসেই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ হবে। সেই সঙ্গেই ঘোষণা করে দেওয়া হয়েছে দিনক্ষণ।

আরও পড়ুন: Kolkata: দুই রবিবার বন্ধ থাকবে কলকাতার একটি রুটের মেট্রো

গত বুধবার মুর্শিদাবাদের বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন অম্বিকানন্দ মহারাজ। তিনি জানান, এবার বাংলার মুর্শিদাবাদের বুকে রাম মন্দির নির্মাণ করা হবে। একইসঙ্গে দিনক্ষণও ঘোষণা করেছেন তিনি। অম্বিকানন্দ মহারাজ বলেন, আগামী ২২ জানুয়ারি মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। একইসঙ্গে বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেও কমিটি আমন্ত্রণ জানাতে চায় বলে জানানো হয়েছে।

অম্বিকানন্দ মহারাজ এদিন বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। সকলের সাহায্য ও সমর্থনের জন্য আহ্বান জানানো হয়েছে। এরপরেই হুমায়ুন কবীর এবং অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানানোর কথা বলেন তিনি।

আরও পড়ুন: Siliguri: টাউন টু এর শিলিগুড়ি সম্মেলন অনুষ্ঠিত

অম্বিকানন্দ মহারাজের কথায়, ‘বামপন্থীদের মধ্যে যারা ধর্মের আফিম না খোঁজে, তাঁদের আমন্ত্রণ জানানো হবে’। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

মুর্শিদাবাদের বুকে শুধু রাম মন্দির তৈরি হবে সেটাই নয়। সেই মন্দির ঘিরে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অনাথ আশ্রমও নির্মাণ করা হবে। পাশাপাশি এলাকার উন্নয়নে নানান ক্ষেত্রে কর্মসংস্থানও করা হবে বলে জানিয়েছেন অম্বিকানন্দ মহারাজ। তিনি বলেন, মুর্শিদাবাদ ভীষণ স্পর্শকাতর এলাকা। আগামী ২২ জানুয়ারি সেখানে এক নতুন সূর্যোদয় দেখা যাবে বলে দাবি করেছেন তিনি। উল্লেখ্য, বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে আগেই রাম মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন অম্বিকানন্দ মহারাজ। তার আগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেন। তিনি জানিয়েছিলেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

এই মুহূর্তে

আরও পড়ুন