কুশল দাশগুপ্ত,শিলিগুড়ি;
২১ জুলাই কলকাতায় তৃণমূলের শহিদ দিবস পালনের অনুষ্ঠান রয়েছে। ওই দিনই আবার বিজেপির যুবমোর্চার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। বৃহস্পতিবার সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্ত দিয়ে উচ্চ আদালত এদিন জানিয়ে দিয়েছে, তিন পাতিয়া মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। দশ হাজার মানুষ এতে অংশগ্রহণ করতে পারবে।
বঙ্গ বিজেপিতে সুকান্ত-পর্বের ইতি হবে হবে করছে, এমন সময় এই উত্তরকন্যা অভিযান কর্মসূচির ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেছে নেওয়া হয় ২১ জুলাই। যেদিন প্রতি বছর শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যের তৃণমূল কর্মী-সমর্থকরা এই নিয়ে জমায়েত করেন কলকাতার ধর্মতলায়।
আরও পড়ুনঃ ‘জনগণ কত সহ্য করবে? সিপি কি মুচলেকা দেবেন?’ ২১ জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট
ঠিক সেইদিন উত্তরবঙ্গে গিয়ে নিজেদের কর্মসূচি পালন করতে চলেছে বঙ্গ বিজেপি। কসবা কাণ্ডের প্রতিবাদমঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘যেদিন মমতার ডিমভাতের অনুষ্ঠান হবে কলকাতায়, সেদিন যুবমোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে।’’
তৃণমূলের উদ্দেশে বিরোধী দলনেতা আরও বলেন, ‘‘২১ জুলাই মমতার চোরেরা ডিমভাত খাওয়ার জন্য কলকাতায় আসবে। আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যা নড়াব।’’
আরও পড়ুনঃ ছাত্র সংসদ ভোট নিয়ে আদালত-নিদান, বিজ্ঞপ্তি জারি করুন, বাকি কোর্ট দেখে নেবে
তবে উত্তরকন্যা অভিযানে প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। ২১ জুলাইয়ে কলকাতায় পূর্ব নির্ধারিত সমাবেশের কারণে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করা যাবে না বলে চিঠি দিয়ে বিজেপির যুব মোর্চাকে জানায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সেই অভিযানের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলে উচ্চ আদালত জানিয়ে দেয়, শর্ত মেনে মিছিল করা যাবে। পুলিশই নিরাপত্তা সুনিশ্চিত করবে।