অপারেশন সিঁদুরে ইন্ডিয়ান আর্মি যে ফোনে ভরসা করেছিল তার নাম “সম্ভব”।
আর্মি চিফ জেনারেল দ্বিবেদী জানিয়েছেন হোয়াটস অ্যাপের মতো বিদেশী যোগাযোগ মাধ্যম ব্যবহার করার বদলে তথ্য আদানপ্রদানের জন্য আর্মির ভরসা ছিল SAMBHAV। সিকিওর আর্মি মোবাইল ভারত ভারসন।
আরও পড়ুনঃ দূরে বসে ধনখড়; শপথ রাধাকৃষ্ণনের
ভারতে তৈরি। তাই বিদেশীশক্তির দ্বারা তথ্য ফাঁসের ভয় নেই। অপারেশন সিঁদুরের সাফল্যই এই ভারতে তৈরি 5G টেকনোলজির মোবাইলের সাফল্যের প্রমাণ। অর্থাৎ আত্মনির্ভরতা কেবল স্লোগানে সীমাবদ্ধ নেই। এটা যুদ্ধক্ষেত্রের বাস্তব।
আর্মি চিফ আরও জানিয়েছেন, এই মোবাইল ফোন আরও উন্নত করা হবে। বিদেশী অ্যাপ, হোয়াটস অ্যাপ ইত্যাদির বদলে ভারতীয় যোগাযোগ মাধ্যম ব্যবহার কেবল সময়ের অপেক্ষামাত্র ভারতীয়দের জন্য।
আরও পড়ুনঃ ১.১৭ কোটি কার্ড বাতিলের পথে কেন্দ্র! করদাতাদের রেশন নয়
সম্ভব প্রমাণ করেছে বিদেশী অ্যাপ আর টেকনোলজি ভারতের প্রযুক্তি দিয়েও রিপ্লেস হতে পারে। পরবর্তী ধাপ কি একে ওয়ার্ল্ড ক্লাস আর এক্সপোর্ট রেডি বানানো?