spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeউত্তরবঙ্গBalurghat: তিন দফা দাবিতে জেলাশাসকের দফতরের সামনে আদিবাসী সিঙ্গেল অভিযানের অনির্দিষ্টকালীন ধরনা

Balurghat: তিন দফা দাবিতে জেলাশাসকের দফতরের সামনে আদিবাসী সিঙ্গেল অভিযানের অনির্দিষ্টকালীন ধরনা

সকাল দশটা থেকে শুরু হওয়া এই ধরনা বিকেল গড়ালেও জেলা প্রশাসনের তরফে কেউ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেননি বলে অভিযোগ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জয়দীপ মৈত্র, বালুরঘাট:

দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী অধ্যুষিত এলাকার শিক্ষা ব্যবস্থার বেহাল ছবির প্রতিবাদে জেলাশাসকের দফতরের সামনে অনির্দিষ্টকালীন ধরনায় বসল আদিবাসী সিঙ্গেল অভিযান। মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই ধরনা বিকেল গড়ালেও জেলা প্রশাসনের তরফে কেউ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেননি বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ‘মাস্টারস্ট্রোক’ নির্বাচনের আগে! ফেব্রুয়ারিতে তৃণমূল সরকারের রাজ্য বাজেট

আন্দোলনকারীদের দাবি তিনটি। জেলার আদিবাসী মাধ্যমিক স্কুলগুলিতে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ, আদিবাসী জুনিয়ার হাই স্কুলগুলিকে হাই স্কুলে উন্নীত করা এবং প্রতিটি আদিবাসী বিষয়ভিত্তিক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ।

এই দাবিগুলি দীর্ঘদিন ধরে জানানো হলেও প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ আদিবাসী সিঙ্গেল অভিযানের।

আরও পড়ুনঃ ১৩১ বছর আগে আমেরিকাকে দেওয়া ফ্রান্সের উপহার! স্বাধীনতার প্রতীক লেডি লিবাটি

দুপুর আড়াইটে নাগাদ ধরনা মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দেন সংগঠনের জেলা সভাপতি পরিমল মার্ডি। তিনি বলেন, “সকাল দশটা থেকে আমরা শান্তিপূর্ণভাবে ধরনায় বসে আছি। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও জেলাশাসক বা প্রশাসনের কোনও প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বলতে আসেননি। আদিবাসী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। দেওঘর জুনিয়ার হাই স্কুলকে হাই স্কুলে উন্নীত করা, প্রতিটি আদিবাসী স্কুলে প্রধান শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ এখন সময়ের দাবি।

আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে এই ধরনা অনির্দিষ্টকাল চলবে। প্রশাসনের নীরবতায় ক্ষোভ আরও বাড়ছে বলেই দাবি আন্দোলনকারীদের। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন কবে আলোচনায় বসে, সেদিকেই নজর এখন

এই মুহূর্তে

আরও পড়ুন