spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeদক্ষিণবঙ্গEastern Railway: কামারপুকুর-জয়রামবাটি যাওয়ার পথ এবার আরও সহজ! তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে...

Eastern Railway: কামারপুকুর-জয়রামবাটি যাওয়ার পথ এবার আরও সহজ! তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে মিলল বড় সুখবর

আগামী মে-জুন মাসের মধ্যেই গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রেললাইন পাতার কাজ শেষ হয়ে যাবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ

শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর পুণ্যভূমি কামারপুকুর-জয়রামবাটি যাওয়ার পথ এবার আরও সহজ হতে চলেছে। দীর্ঘ টালবাহানার পর তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে মিলল বড় সুখবর। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মে-জুন মাসের মধ্যেই গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রেললাইন পাতার কাজ শেষ হয়ে যাবে।

আরও পড়ুনঃ পর্যটন শহরে নজিরবিহীন প্রতিবাদ! শিলিগুড়িজুড়ে ‘বয়কট বাংলাদেশ’

এই প্রকল্পের অন্যতম প্রধান বাধা ছিল ভাবাদিঘি এলাকার জমি ও জলাশয় সংক্রান্ত সমস্যা। পূর্ব রেলের মুখ্য প্রশাসনিক অফিসার মনোজ খাঁ জানিয়েছেন, ভাবাদিঘি বাদ দিলে বাকি অংশের কাজ প্রায় সম্পূর্ণ। ওই দিঘির উপর দিয়ে রেল ব্রিজ তৈরির জন্য ইতিপূর্বেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং কাজও শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রেখেই এই ২৫০ মিটার অংশে লাইন পাতার কাজ চালানো হচ্ছে।

বর্তমানে কামারপুকুর বা জয়রামবাটি যেতে হলে পুণ্যার্থীদের হাওড়া থেকে ট্রেন ধরে আরামবাগ বা গোঘাট স্টেশনে নামতে হয়। সেখান থেকে বাসে বা গাড়িতে করে পৌঁছাতে হয় গন্তব্যে।

আরও পড়ুনঃ সমস্ত সংগ্রামে জয় আসে মাতৃকার নামে! জয়নগরের অধিশ্বরী মা জয়চণ্ডী

গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলে সেই হয়রানি এক ধাক্কায় অনেকটা কমবে। রেল সূত্রে খবর, আগামী অক্টোবর মাস নাগাদ এই রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে।

প্রায় ৮৩ কিমি দীর্ঘ এই তারকেশ্বর-বিষ্ণুপুর প্রকল্পের কাজ এখন শেষের পথে। কামারপুকুর পর্যন্ত পরিষেবা চালু হওয়ার পর পরবর্তী লক্ষ্য হলো বিষ্ণুপুর। লাইনটি সম্পূর্ণ হয়ে গেলে এই পথে শুধু লোকাল (EMU) নয়, যাত্রীদের চাহিদা বুঝে এক্সপ্রেস ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে রেলের। এর ফলে দক্ষিণবঙ্গের সাথে বাঁকুড়া জেলার যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

এই মুহূর্তে

আরও পড়ুন