বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ১৬ই আগস্ট স্টুডেন্টস হেলথ হোমের মৌলালী কেন্দ্রে সূচনা হল বর্ষব্যাপী কবি সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপনের।
আরও পড়ুনঃ শতবর্ষের আলোয় কবি সুকান্ত ভট্টাচার্য
এই উপলক্ষে হোমের চারতলায় দরদী মানুষের সাহায্যে সদ্য বাতানুকূল হওয়া সভা কক্ষের নামকরণ হল কবি সুকান্তের কালজয়ী কবিতার নাম অনুসারে “ছাড়পত্র”।
নামকরন ও সামগ্রিক অনুষ্ঠানটির উদ্বোধন করলেন খ্যাতনামা ও মানব দরদী প্রবীণ চিকিৎসক ডাঃ অপূর্ব মুখোপাধ্যায়। গতানুগতিক প্রথার বাইরে গিয়ে জলদগম্ভীর কন্ঠের অধিকারী ডাক্তার মুখোপাধ্যায় সুকান্তের “প্রিয়তমাসু” কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় হোমের সভাপতি, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী শ্যামল সাহা। এরপর সুকান্তের জীবন ও সৃষ্টির ওপর মনোগ্রাহী আলোচনা করেন কেন্দ্রীয় হোমের সহ সভাপতি শ্রী তরুণ ব্যানার্জি।
অনুষ্ঠানটিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ হোম দরদী চিকিৎসক, শিক্ষক ও অধ্যাপকবৃন্দ সুকান্তের গান, কবিতা ও নাচে বর্ণময় করে তোলেন।
আরও পড়ুনঃ এসএসসি অভিযানের আগেই ধরপাকড়; সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ
মূল কেন্দ্র ছাড়াও স্টুডেন্টস হেলথ হোমের ৩৫ টি আঞ্চলিক কেন্দ্রের অনেক গুলিতেই এদিন কবি সুকান্ত স্মরণে বিবিধ অনুষ্ঠান হয়। গঙ্গারামপুর আঞ্চলিক কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও হয় একটি স্বেচ্ছা রক্তদান শিবির।
সারা বছর ধরেই বিবিধ কর্মসূচির মাধ্যমে হোমের এই কবি সুকান্ত স্মরণ চলবে।