Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: বাতাসে বিষ! কারখানা থেকে বিষাক্ত গ্যাস পরিবেশ দূষিত করছে ফুলবাড়ীর

Siliguri: বাতাসে বিষ! কারখানা থেকে বিষাক্ত গ্যাস পরিবেশ দূষিত করছে ফুলবাড়ীর

সমস্যার কথা বহুবার জানানো হয়েছিল পলিউশন দপ্তর, বিডিও থেকে শুরু করে জেলাশাসক সকলকেই। কিন্তু কোন কাজ হয়নি। পরিস্থিতি যেমনটা ছিল তেমনটাই রয়ে গেছে।

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীতে বায়ো ওয়েস্ট ইউনিট গ্রিন জন বায়োর আশেপাশে রয়েছে সরকারি এবং বেসরকারি স্কুল। ঠিক তার উল্টো দিকে রয়েছে ফুলবাড়ী ইন্ডাস্ট্রিয়াল, যার পাশে রয়েছে রামকৃষ্ণ আশ্রম। সেখানে বহু মানুষ মেডিটেশন করতে আসেন। তবে ধোঁয়াতে হয় তাদের শ্বাসকষ্ট। এখানেই শেষ নয়, বায়ো ওয়েস্টের বিষাক্ত গ্যাসের জেরে মেডিটেশনের পর দেওয়া খাবার কেউ খেতে পারেন না। পাশাপাশি, কাজ করতে সমস্যা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালেতে থাকা শিল্পগুলির। বলতে গেলে, গোটা গ্রাম দিন কাটাচ্ছে শ্বাসকষ্ট নিয়ে। এমনকি তাঁরা খেতে পর্যন্ত পারছেন না।

আরও পড়ুন: ঠিক সন্ধে নামার মুখে ভাসল তিলোত্তমা, ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও

এই সমস্যার কথা বহুবার জানানো হয়েছিল পলিউশন দপ্তর, বিডিও থেকে শুরু করে জেলাশাসক সকলকেই। কিন্তু কোন কাজ হয়নি। পরিস্থিতি যেমনটা ছিল তেমনটাই রয়ে গেছে। সমস্যার হয়নি সমাধান। কষ্টের মধ্যে দিয়েই দিন কাটাতে হচ্ছে গ্রামের সাধারণ মানুষ এবং তাঁদের পরিবারের সদস্যদের।

আরও পড়ুন: দিলীপ ঘোষের বিয়ে! টুইট করে দাবি করলেন কুণাল ঘোষ, পাত্রীর নামও বলে দিলেন ‘বঙ্গবার্তা’কে

এই ঘটনা প্রসঙ্গে গ্রিনজন বায়ো কর্ণদার রমাকান্ত বাবু জানিয়েছিলেন অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার কথা। তবে তিনি এটাও জানান যে বহুবার বলা সত্ত্বেও কোন হেলদোল দেখা যাচ্ছেনা। এলাকার মানুষদের বক্তব্য যে বায়ো ডিসপোজাল ইউনিটটি সরালে মানুষ স্বস্তিতে বাঁচবে ও শিল্পগুলির উন্নতিও হবে এবং যদি তা না হয়, তাহলে পরিবেশ আরো বিষাক্ত হয়ে উঠবে। পাশাপাশি, তাঁরা এটাও জানান যে এলাকার প্রধানকে বিষয়টি জানানো সত্বেও কোন গুরুত্ব দেননি। বলতে গেলে, তাঁরা ইঙ্গিত দিয়েছেন যে গায়ের জোরে চালানো হচ্ছে কারখানাটি।

এই মুহূর্তে

আরও পড়ুন