লবণ চুরি করতে চারচাকা গাড়িতে এল চোর! ভাবছেন এমন কখনও হয়। বিস্ময়কর শোনালেও এমনই হয়েছে পূর্ব বর্ধমানের কালনায়। চারচাকা গাড়িতে এসে একটি মুদি দোকানের সামনে রাখা পাঁচটি নুনের বস্তা নিয়ে চম্পট দিল তিনজন। নুন চুরি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। চারচাকা গাড়িতে এসে লবণ চুরির বিষয়টি হাস্যকর বলে উড়িয়ে দিতে চাইছেন না দোকান মালিক।
আরও পড়ুনঃ ধর্মতলায় ধুন্ধুমার; আটক নওশাদ, পুলিশের বিরুদ্ধে নাকে ঘুষি মারার অভিযোগ
কালনার নিভুজি মোড়ে ওই মুদি দোকানের মালিক এদিন সকালে দেখেন, দোকানের সামনে রাখা পাঁচটি নুনের বস্তা নেই। তারপরই সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে হতবাক হয়ে যান দোকান মালিক পীযূষ মণ্ডল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর সাড়ে চারটে নাগাদ মুদিখানা দোকানের সামনে হাজির হয় একটি চারচাকা গাড়ি। তাতে ছিল তিনজন। গাড়ি থেকে নামে দু’জন। তারা চারপাশে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর মুহূর্তের মধ্যেই দোকানের সামনে রাখা একটি নামী কোম্পানির পাঁচ বস্তা লবণ গাড়িতে তুলে নিয়ে উধাও হয়ে যায়।
নামী কোম্পানির লবণের এক বস্তার দাম ১৩৭০ টাকা। ফলে প্রায় সাত হাজার টাকার লবণ নিয়ে পালিয়েছে চোরেরা। দোকানের মালিক পীযূষ মণ্ডল জানিয়েছেন, ওই নামী লবণের পাশে আরও একটি কোম্পানির লবণ ছিল। সেই লবণের বস্তা পিছু দাম ৬০০ টাকার মতো। সেই লবণের বস্তাগুলি চোরেরা নিয়ে যায়নি। চারচাকা গাড়িতে লবণ চুরির বিষয়টি হাস্যকর বলে উড়িয়ে দিতে রাজি নন তিনি। বলেন, “প্রথমে আমারও হাসি পেয়েছিল। পরে দেখলাম, এটা সাধারণভাবে দেখলে হবে না।” ঘটনাটি কালনা থানায় জানাবেন তিনি।
আরও পড়ুনঃ চেতনানাশক স্প্রে করে দুঃসাহসিক চুরি শিলিগুড়ির গেট বাজারে! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৭
এই ঘটনার পরই সামনে আসে আরও দুটি লবণ চুরির খবর। কিছুদিন আগে কালনার জিউধারা একচাকা মোড় এবং পার্শ্ববর্তী আশ্রমপাড়ায়ও একইভাবে লবণ চুরির ঘটনা ঘটে। আশ্চর্যের বিষয়, প্রতিবারই চোরেরা শুধু ওই নামী কোম্পানির লবণ নিয়েছে। চারচাকা গাড়ি ব্যবহার করে লবণ চুরির ঘটনাটি শুনতে হাস্যকর মনে হলেও, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, এরপর তো অন্য কিছুও গাড়িতে করে এসে চুরি করে নিয়ে যেতে পারে চোরেরা।