Thursday, 1 May, 2025
1 May, 2025
HomeদেশHaryana Earthquake: ভোরে কাঁপল হরিয়ানা, ১২ দিনে তিন বার

Haryana Earthquake: ভোরে কাঁপল হরিয়ানা, ১২ দিনে তিন বার

১২ দিনে তিন বার। ঘন ঘন ভূমিকম্পে উদ্বেগ বাড়ছে হরিয়ানায়। রবিবার ভোরেও কেঁপে উঠল উত্তর ভারতের এই রাজ্য। জানা গিয়েছে, ভোর ৩টে ৫৭ মিনিটে কম্পন অনুভূত হয় সোনিপত এবং তার আশপাশের এলাকায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: Siliguri: পথ চলা শুরু টেবিল টেনিস একাডেমীর

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছেন, রবিবার কম্পনের মাত্রা ছিল ৩। তবে এই কম্পনের জেরে কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে। এর আগে গত বছরের ২৫ এবং ২৬ ডিসেম্বরে দু’বার কেঁপে উঠেছিল হরিয়ানার সোনিপত।

জানা গিয়েছে, ওই দিন দুপুর ১২টা নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল সোনিপতের কুণ্ডল গ্রাম। ২৬ ডিসেম্বরেও আবার কম্পন অনুভূত হয়। এই সময় কম্পনের উৎসস্থল ছিল সোনিপতের প্রহ্লাদপুর। ১২ দিনের মধ্যে পর পর তিন বার ভূমিকম্পে সোনিপতে উদ্বেগ বাড়ছে। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, হরিয়ানায় বার বার ভূমিকম্পের কারণ হল টেকটনিক প্লেটের সঞ্চরন।

আরও পড়ুন: Kolkata Flyover: খুলেও খুলছে না, ফের রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ

বার বার ভূমিকম্পের জেরে জনমানসে আতঙ্ক তৈরি হওয়ায় প্রশাসন এ বিষয়ে সচেতনতামূলক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। তবে যে তিন বার ভূমিকম্প হয়েছে, সেগুলির তীব্রতা ৩ থেকে ৪-এর মধ্যে ছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন