অতিথি আপ্যায়ন থেকে নিজের হাতে ভোগ রান্না। কালীঘাটের বাড়িতে প্রতি বছর কালীপুজোয় এই ভূমিকায় দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারও তাঁকে একইরকম ব্যস্ত থাকতে দেখা গেল।
সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোয় দেখা গেল মন্ত্রী, আমলা, পুলিশ কর্তা, বিধায়ক ও কাউন্সিলরদের। লেক কালীবাড়িতে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁকেও পুষ্পাঞ্জলি দিতে দেখা যায়।
এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোয় দেখা যায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় দেখা গিয়েছে। দুই অভিনেত্রী তথা জনপ্রতিনিধি জুন মালিয়া ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ছিলেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও দেখা যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে। একাধিক শিল্পপতিকেও দেখা যায় মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়।
প্রতি বছর কালীপুজোয় নিজের হাতে ভোগ রাঁধেন মমতা। এদিন তাঁর সঙ্গে ছিলেন ভ্রাতৃবধূ তথা অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সময় মুখ্যমন্ত্রীকে কাঁসর-ঘণ্টা বাজাতেও দেখা যায়। কখনও দেখা যায় অতিথিদের অ্যাপায়নে ব্যস্ত তিনি। মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় তাঁর বাড়ির পুজোর একাধিক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। অভিষেকের স্ত্রী, কন্যা, পুত্রকেও দেখা যায় মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে।
এদিন সকলকে কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে তাঁর লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর একটি গানও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মমতা।





