Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গCooch Behar: শঙ্কায় কর্মীরা! বেতন অনিশ্চিত NBSTC-র

Cooch Behar: শঙ্কায় কর্মীরা! বেতন অনিশ্চিত NBSTC-র

সংস্থার গড়ে প্রতিমাসে আয় হয় ১৫ থেকে ১৬ কোটি টাকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

পুজোর মাসে তিন তারিখ পেরিয়ে গেলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মীরা বেতন ও পেনশন পাননি। ফলে সমস্যায় পড়েছেন নিগমের কয়েক হাজার কর্মী ও পেনশনার। এনবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানান, এখনও পর্যন্ত অ্যালটমেন্ট আসেনি। অ্যালটমেন্ট এলে সবাই টাকা পাবেন।

নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবিষয়ে বলেন, ‘আমাদের সাধারণত মাসের ১ তারিখে বেতন হয়। সেক্ষেত্রে ১ তারিখের আগে অ্যালটমেন্ট ঢুকে যায়। কিন্তু এবার কোনও কারণবশত অ্যালটমেন্ট ঢোকেনি। আশা করছি খুব শীঘ্র ঢুকে যাবে।’

আরও পড়ুনঃ “একেবারেই একতরফা সিদ্ধান্ত”; বললেন শ্রাবণী

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে স্থায়ী ও অস্থায়ী সবমিলিয়ে প্রায় আড়াই হাজার কর্মী রয়েছেন। এই সকল কর্মীর মাইনে ও সাম্মানিক বাবদ প্রতি মাসে এনবিএসটিসি-র প্রায় ৮ কোটি টাকা খরচ হয়। এছাড়া গাড়ি চালানোর তেলের খরচ সহ সবমিলিয়ে নিগমের প্রতিমাসে খরচ হয় প্রায় ২২ কোটি টাকা। কিন্তু সংস্থার গড়ে প্রতিমাসে আয় হয় ১৫ থেকে ১৬ কোটি টাকা। ফলে প্রতিমাসে প্রায় ৬ কোটি টাকা ঘাটতি থেকে যায়।

প্রতিমাসে নিগমের এই ঘাটতি পূরণ করে রাজ্য সরকার। যদিও নিগমের কর্মীদের বেতন বাবদ প্রতিমাসে যে পরিমাণ টাকা লাগে তার মধ্যে ৬ কোটি টাকা রাজ্য সরকার দেয়। বাকি ২ কোটি টাকা দেয় নিগম। তবে শুধু বেতনই নয়, নিগমের কয়েক হাজার পেনশনারকে প্রতিমাসে পেনশন দিতে প্রায় ৯ কোটি টাকা খরচ হয়। সেই টাকাও রাজ্য সরকার দেয়।

আরও পড়ুনঃ উত্তাল বিধানসভা, তুমুল ধস্তাধস্তি; সাসপেন্ড শঙ্কর

নিগমের পেনশনার তথা উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট রিটায়ার্ড স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি মৃণালকান্তি দাস বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা নিয়মিত মাসের প্রথমে পেনশন পেয়ে আসছি। এই পেনশনের উপর নির্ভর করে আমাদের সংসার চলে। পুজোর মাসে এখনও পেনশন না পাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যা হচ্ছে।’ স্বামী মারা যাওয়ার পর থেকে পেনশন একমাত্র ভরসা পারুল দে’র। কিন্তু এই মাসে এখনও পেনশন না ঢোকায় তিনি সমস্যায় পড়েছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন