Saturday, 2 August, 2025
2 August, 25
Homeদক্ষিণবঙ্গTamluk: অভিনব TMC-CPI(M) জোট বিজেপিকে হারাতে, জিতেও গেল আসন

Tamluk: অভিনব TMC-CPI(M) জোট বিজেপিকে হারাতে, জিতেও গেল আসন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জোট তৃণমূল-সিপিএম-এর। শুধু ইন্ডিয়া জোটের শরিক দল নয়। পদ্ম শিবিরকে পরাস্ত করতে জোট বাধল বাম-তৃণমূল। সমবায়ে জয়-জয়কার তাদের।

আরও পড়ুন: RG Kar Case: সঞ্জয় এর যাবজ্জীবন, অর্থ নিতে নারাজ নির্যাতিতার বাবা

তমলুক ব্লকের চংরাকালাগন্ডা সমবায় কৃষি সমিতির ভোটে বিজেপিকে হারতে তৃণমূল ও সিপিএম জোটবদ্ধ ভাবে লড়াই করে। ন’টি আসন বিশিষ্ট এই সমবায় সমিতিতে তৃণমূল প্রার্থী দেয় ছ’টি আসনে। সিপিএম সমর্থিত প্রার্থীরা প্রার্থী দেয় তিনটি আসনে। বিজেপি প্রার্থী দেয় ন’টি আসনে। ভোটের পর তৃণমূল এবং সিপিএম জোট প্রার্থী ছটি আসনে জয়লাভ করে। বিজেপি জয়লাভ করে তিনটি আসনে।

আরও পড়ুন: Kho Kho World Cup: খো খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দল

বস্তুত, এই সমবায় সমিতিটি সিপিএমের দখলে ছিল। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা বিজেপিকে ঠেকাতে এবার তৃণমূল এবং সিপিএম জোটবদ্ধ হয়ে জয় লাভ করে বোর্ড গঠন করেছে। তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, “বিজেপিকে হারাতে আমরা জোটবদ্ধ হয়েছি। আর আমাদের প্রার্থীরা জয়ী হয়েছেন।” এ প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “আমরা তৃণমূলের কাছে সব সময় শুনে থাকি বিজেপি র সঙ্গে সিপিএম জোট করে। এখন দেখছি উল্টো। সিপিএম-এর সঙ্গে এখন জোট করে জিতছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন