Friday, 1 August, 2025
1 August, 25
HomeহুগলীArambagh: বিদ্যুৎ না চমকালেও বিদ্যুৎ সংযোগ চলে যায়; আরামবাগের যন্ত্রণার অবসানের দাবিতে...

Arambagh: বিদ্যুৎ না চমকালেও বিদ্যুৎ সংযোগ চলে যায়; আরামবাগের যন্ত্রণার অবসানের দাবিতে বিদ্যুৎ দপ্তরে আর এস পি’র ডেপুটেশন

বর্ষার আগেই বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে এবার পথে নামল আর এস পি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমকালে তো বটেই, এমনকি আবহাওয়া ঠিক থাকলেও দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ চলে যাওয়াই দস্তুর হয়েছে আরামবাগ মহকুমায়। মাশুল বাড়ছে, অথচ মানুষের চাহিদা অনুসারে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ হয় নি। আরামবাগ মহকুমার ৬ টি ব্লক ও চন্দননগর মহকুমার তারকেশ্বর ব্লকের কয়েকটি গ্রাম নিয়ে গঠিত WBSEDCL এর আরামবাগ ডিভিশন।  বিস্তীর্ণ অঞ্চল, অথচ সরবরাহের জন্য পরিকাঠামোয় ঘাটতি রয়েছে। সামাল দিতে নাভিশ্বাস উঠছে আধিকারিক, ইঞ্জিনিয়ার  থেকে কর্মীদের।

আরও পড়ুন: পানিহাটিতে ভরা রাস্তায় কাউন্সিলরকে চুলের মুঠি করে মার

সবচেয়ে করুণ অবস্থা খানাকুলের। খানাকুল ১ ও ২ নং ব্লকে বিদ্যুৎ যায় গোঘাট থেকে। খানাকুল ১ ব্লকে সাব স্টেশন থাকলেও, খানাকুল ২ ব্লকে সাব স্টেশনই নেই। মাস দেড়েক আগে খানাকুল হাসপাতালেও দীর্ঘক্ষণ বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ সংযোগ দীর্ঘক্ষণ না থাকায় বৈদ্যুতিক চুল্লিতে শবদাহতেও সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি! আনন্দ এ দিন চাপা পড়ে গেল বিরিয়ানির তৃপ্তির ঢেকুরে

বর্ষার আগেই বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে এবার পথে নামল আর এস পি। আজ ১০ জুন WBSEDCL আরামবাগ ডিভিশনাল ম্যানেজারের কাছে আর এস পি হুগলী জেলা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হল। দলের দাবি চাহিদা বাড়লেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ হয় নি। আজ এত উন্নয়নের কথা বলা হয়, অথচ খানাকুল ২ ব্লকে সাব স্টেশন পর্যন্ত নেই।

সমস্যার কথা অনেক বলা যায়, কিন্তু সমাধান মিলবে কবে? আর এস পি’র অভিযোগ শুধু খানাকুল নয়, আরামবাগ ডিভিশন জুড়েই সমস্যা। নতুন সাব স্টেশন সহ নানা কাজে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমম্বয়ের অভাব রয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন। আর এস পি হুগলী জেলা কমিটির পক্ষ থেকে জেলা সম্পাদক মৃন্ময় সেনগুপ্ত, বিপ্লব মজুমদার, কৌশিক ভৌমিক, সত্যজিৎ দাশগুপ্ত স্মারকলিপি প্রদান করেন।

এই মুহূর্তে

আরও পড়ুন