Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গDarjeeling: সুকনার কাছে উলটে গেল টয়ট্রেনের ইঞ্জিন, প্রাণে বাঁচলেন চালক ও সহকারী...

Darjeeling: সুকনার কাছে উলটে গেল টয়ট্রেনের ইঞ্জিন, প্রাণে বাঁচলেন চালক ও সহকারী চালক

দুপুর ১ টা নাগাদ লাইনে স্কিড করে উলটে যায় ইঞ্জিনটি। চালক ও সহকারী চালক সামান্য আহত হন।

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার পথে সুকনার কাছে উলটে গেল টয়ট্রেনের একটি ইঞ্জিন। শুক্রবার দুপুর ১ টা নাগাদ লাইনে স্কিড করে উলটে যায় ইঞ্জিনটি। চালক ও সহকারী চালক সামান্য আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্তারা। ইঞ্জিনটি দ্রুত তুলে ফেলে রেলদপ্তর। যদিও এনজেপি থেকে দার্জিলিংগামী টয়ট্রেনের স্বাভাবিকভাবেই পাহাড়ের উদ্দেশ্যে গিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ‘রাজ্যে কত পাকিস্তানি আছে? সবকটাকে ফেরত পাঠান’, হুঙ্কার শাহের

এর আগেও বহুবার লাইনচ্যুত হয়েছে টয়ট্রেন। গত বছর ১ জানুয়ারি দার্জিলিংয়ের কাকঝোরায় টয়ট্রেনের একটি ইঞ্জিন লাইন থেকে বেরিয়ে গিয়েছিল। এরফলে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হননি। দার্জিলিংয়ের নস্টালজিয়া মানেই টয়ট্রেন।

আরও পড়ুন: কাশ্মীরের বান্দিপোরায় লুকিয়ে জঙ্গিরা, তল্লাশি অভিযানে ধরা পড়তেই সেনাকে লক্ষ্য করে হামলা, চলছে গুলির লড়াই

আর সেই টয়ট্রেনই বার বার দুর্ঘটনার মুখে পড়ছে। এই নিয়ে বেশ কয়েকবার লাইনচ্যুত হওয়ার কিছুটা ভয় কাজ করছে যাত্রীদের মনে।

এই মুহূর্তে

আরও পড়ুন