spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeকলকাতাKalpataru Utsav 2026: লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমাবেন; কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে...

Kalpataru Utsav 2026: লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমাবেন; কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে যান নিয়ন্ত্রণ

কল্পতরু উৎসব উপলক্ষে বিটি রোডে যান নিয়ন্ত্রণ করা হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি উপলক্ষে দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব ঘিরে বিপুল ভক্তসমাগমের সম্ভাবনা রয়েছে। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিবিজড়িত এই দিনে রাজ্যজুড়ে ভক্তদের ঢল নামে দক্ষিণেশ্বর মন্দির ও কাশীপুর উদ্যানবাটিতে। ভিড় সামাল দিতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

আরও পড়ুনঃ ২৮ আসনের মধ্যে ২০টি পেতে হবেই! লক্ষ্য বাঁধলেন আমিত শাহ

কলকাতা পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বিটি রোড এবং কাশীপুর রোডে উত্তরমুখী পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। এই সময়ে দক্ষিণেশ্বর ও কাশীপুর এলাকায় মূলত ভক্তদের যাতায়াতের সুবিধা দেওয়া হবে। যাত্রীবাহী যানবাহনের গতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী, শহরের একাধিক গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে উত্তরমুখী পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না। এর মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্র সরণি, বিবেকানন্দ রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, গ্রে স্ট্রিট, গ্যালিফ স্ট্রিট, বিধান সরণি, বেলিয়াঘাটা রোড, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, স্ট্যান্ড রোড, রাজা মণীন্দ্র রোড, দমদম রোড, কাশীনাথ দত্ত রোড, খগেন চ্যাটার্জি রোড-সহ একাধিক সংযোগস্থল। এই সমস্ত রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।

তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এলপিজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, দুধ, সবজি, ফলমূল ও অন্যান্য অত্যাবশ্যক পরিষেবা বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

এদিকে, বর্ষবরণ উপলক্ষে ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই পার্ক স্ট্রিট চত্বর, নিউ মার্কেট, এসপ্ল্যানেড এলাকায় মানুষের ঢল নামার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ১৫০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে কলকাতা পুলিশ। বিশেষ করে মহিলাদের নিরাপত্তায় সক্রিয় থাকবে কলকাতা পুলিশের বিশেষ উইনার্স টিম।

আরও পড়ুনঃ বিস্ফোরক অভিযোগ! ভোট চুরির রহস্য ফাঁস তৃণমূল সেনাপতির

নিরাপত্তার স্বার্থে মাঠে থাকবেন ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইন্সপেক্টর স্তরের আধিকারিকরা। সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশ এবং একাধিক পিসিআর ভ্যান এলাকায় টহল দেবে। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকবে পিসিআর ভ্যান ও কুইক রেসপন্স টিম। নজরদারির জন্য ব্যবহার করা হবে ওয়াচ টাওয়ার ও ড্রোন ক্যামেরা। পাশাপাশি অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হচ্ছে।

লালবাজার সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, আলিপুর চিড়িয়াখানা, ময়দান, মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটে ভিড় বাড়তে পারে। এই সব এলাকায় স্কুটারে চেপে নিয়মিত টহল দেবে উইনার্স টিম।

কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষ ও ভক্তদের অনুরোধ করা হয়েছে, উৎসবের দিনে অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ি ব্যবহার এড়িয়ে চলতে এবং প্রশাসনের নির্দেশ মেনে সহযোগিতা করার জন্য।

এই মুহূর্তে

আরও পড়ুন