Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গKolkata: কলকাতায় প্রধানমন্ত্রী; আজ দমদম থেকে ব্যারাকপুর একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

Kolkata: কলকাতায় প্রধানমন্ত্রী; আজ দমদম থেকে ব্যারাকপুর একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তিনটি মেট্রো রুটের উদ্বোধনের জন্য শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোহর রোড মেট্রো স্টেশন এবং দমদম সেন্ট্রাল কারেকশনাল হোম গ্রাউন্ডে কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সফরের কারণে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। এছাড়া কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকাতেও বেশ কিছু বিধিনিষেধ থাকবে।

আরও পড়ুনঃ ভাগ্যের চাকা ঘুরবেই! কৌশিকী অমাবস্যার ভর সন্ধ্যায় করুন শুধু ‘এটি’

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁপা মোড়, পানপুর মোড়, ওয়ারলেস গেট মোড় (মুড়াগাছা/নিমতা ২০১ বাস্ট্যান্ডমুখী), সোদপুর-মধ্যগ্রাম রোডে মুড়াগাছা ক্রসিং, নিমতা ২০১ বাস্ট্যান্ড, নিবেদিতা সেতু দিয়ে সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।

এছাড়া গোরাবাজার ক্রসিং, তারকেশ্বর বস্ত্রালয় কাট-আউট, হেড পোস্ট অফিস কাট-আউট, সেন্ট্রাল জেল ক্রসিং, জেসপ ৩ নম্বর গেট, আরবিসি রোড এবং আরএন গুহ ক্রসিং, শৈলেন দাস সরণি, আর বি সি রোড এবং আরএন গুহ ক্রসিং, কেএলএস স্কুল বাইলেন-এ সব ধরনের মালবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ দিনহাটার আদালত চত্বর দুপুরে আচমকাই রণক্ষেত্র! নিশীথের গাড়িতে পচা ডিম ছুড়ল তৃণমূল

এর পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় দমদম চিড়িয়া মোড় (বিটি রোড) থেকে দমদম স্টেশনগামী রাস্তা, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় লেক টাউন থেকে এয়ারপোর্ট ১ নম্বর গেট, নাগেরবাজার ক্রসিং, দমদম ক্যান্টনমেন্টগামী রাস্তা, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এয়ারপোর্টগামী রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর থেকেও বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে পণ্যবাহী গাড়ি যশোহর রোড যেতে পারবে না।

এই মুহূর্তে

আরও পড়ুন