Tuesday, 4 November, 2025
4 November
Homeদক্ষিণবঙ্গMamta Banerjee: শান্তিনিকেতনের পথেই শুরু ভাষা আন্দোলনের পদযাত্রা, নেতৃত্বে মমতা

Mamta Banerjee: শান্তিনিকেতনের পথেই শুরু ভাষা আন্দোলনের পদযাত্রা, নেতৃত্বে মমতা

বোলপুর শহরের বুক চিরে বাংলা ভাষার সম্মান রক্ষার শপথ নিয়ে কবিগুরুর ছবি হাতে মিছিলে হাঁটছেন তৃণমূল নেত্রী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২১ জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা তিনি দিয়েছিলেন, ২৮ জুলাই সেই ঘোষণাকেই রূপ দিলেন বাস্তবে। ‘ভাষা আন্দোলন’-এর ডাক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন কবিগুরুর শান্তিনিকেতনের মাটি।

সোমবার দুপুরে বোলপুর শহরের বুক চিরে বাংলা ভাষার সম্মান রক্ষার শপথ নিয়ে কবিগুরুর ছবি হাতে মিছিলে হাঁটছেন তৃণমূল নেত্রী। বাংলা ভাষার অপমান যাঁরা করছেন, তাঁদের ‘রাজনৈতিক বিসর্জনের’ হুঁশিয়ারিও দিলেন তিনি।

আরও পড়ুনঃ স্বাধীন ভারতে এই প্রথম ‘ডগ বাবু’-র নামেও ভোটার লিস্ট! কেন্দ্রকে তোপ অভিষেকের

রবিবার সন্ধ্যায় বোলপুরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সোমবার গীতাঞ্জলি অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকের পর দুপুর দুটে নাগাদ শুরু হবে তৃণমূল সুপ্রিমোর ভাষা আন্দোলনের পদযাত্রা।

মিছিলে একেবারে শুরুতেই রয়েছে বিশাল একটি ট্যাবলো—আকারে একখানা বাংলা বই। মাঝখানে সাদা পায়রার মূর্তি, শান্তির প্রতীক। বইয়ের পৃষ্ঠাজুড়ে লেখা, বাংলা ভাষা ও বাঙালিয়ানাকে ঘিরে একাধিক স্লোগান: ‘আমরা বাঙালি, বাংলা আমার মা’,
‘ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাবাসী এক হন’, ‘এ লড়াই বাংলার লড়াই’ এবং ‘যতক্ষণ দেহে আছে প্রাণ, রাখিব বাঙালির মান’।

ট্যাবলোর চারপাশে রয়েছে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি, নজরুলের মতো মনীষীদের বড় বড় কাট-আউট। ১২টি জায়ান্ট স্ক্রিন ও ২৮টি অস্থায়ী তোরণে সাজানো পদযাত্রার রুট। মিছিলে রয়েছেন হরিনাম দলের সদস্য, মতুয়া সম্প্রদায়, আদিবাসী সমাজের মানুষ, খেলোয়াড়, ছৌ শিল্পী ও বিশিষ্টজনেরা।

আরও পড়ুনঃ শ্রাবণের দ্বিতীয় সোমবারে আউশনেশ্বর শিবমন্দিরে হুড়োহুড়ি; পদপিষ্ট হয়ে মৃত ২

আর এই মিছিলকে কেন্দ্র করে বোলপুর শহরজুড়ে এখন সাজো সাজো রব। বিশেষ করে টুরিস্ট লজ মোড় থেকে জামবনি মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তার দু’পাশ সাজানো হয়েছে বাংলা ভাষার গৌরবগাথায় ও ধর্মনিরপেক্ষতার বার্তায়। মিছিলে বাজছে প্রতুল মুখোপাধ্যায়ের গান, ‘বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তির ধনুক, আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ…’। সেই সূত্রে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, এবার সাক্ষী বাংলার ‘ভাষা-লড়াই’-এর।

পর্যবেক্ষকদের অনেকের মতে, এই পদযাত্রা শুধু ভাষা আন্দোলনের সূচনা নয়, সূত্রপাত হতে চলেছে ২০২৬-এর লক্ষ্যে দলের পরবর্তী রাজনৈতিক রণকৌশলেরও। মিছিল শেষে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর রাখছে সকলে।

এই মুহূর্তে

আরও পড়ুন