দেবজিৎ মুখার্জি, কলকাতাঃ
সাতসকালে জোড়া বিপত্তি শহর কলকাতায়। একদিকে সুড়ঙ্গের মধ্যেই থেমে গেল মেট্রো। অন্য়দিকে তপসিয়া ভয়াবহ বাস দুর্ঘটনা। যাত্রীদের নিয়ে উল্টে গেল আস্ত একটি সরকারি বাস। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভিড় জমেছে রাস্তায়। তৈরি হয়েছে যানজটও।
কিন্তু কীভাবে এই বাস উল্টে গেল? কোথায় বা বাসটি যাচ্ছিল? অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। এই বিষয়ে মুখ খোলেনি পুলিশ-প্রশাসনও। চলছে উদ্ধার কাজ। প্রত্য়ক্ষদর্শীদের মারফৎ জানা গিয়েছে, তপসিয়ার বিশ্বকর্মা বিল্ডিং লাগোয়া রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে উল্টে যায় গোটা বাস। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মোট ৪ জন আহত হয়েছে বলেই খবর।
অপরদিকে, কলকাতা মেট্রোর পরিষেবা যাত্রীদের কাছে যেন দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে। প্রায়দিনই বিভ্রাট-গোলযোগ! মঙ্গলবারটাও তার ব্যতিক্রম হল না। এদিন সকালেই ব্লু লাইনে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে মেট্রো আটকে যায় বলে জানা গেছে। দীর্ঘক্ষণ যাত্রীদের মেট্রোর ভিতরেই বসে থাকতে হয়। এই গোলযোগের ফলে পরিষেবা আংশিক বন্ধ। অফিস টাইমে এই সমস্যায় যাত্রীদের ভোগান্তি আরও বাড়াল বলেই মনে করা হচ্ছে।
জানা গেছে, এদিন সকালে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো আচমকাই নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের মাঝামাঝি জায়গায় আটকে পড়ে। বদ্ধ সুড়ঙ্গে আলো নিভে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে।
মেট্রো রেল সূত্রে খবর, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট থেকেই এই গোলযোগের সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহে সমস্যা হওয়ায় মেট্রোটির সমস্ত আলো নিভে যায় এবং কিছুক্ষণের মধ্যেই থেমে যায়। যাত্রীদের শান্ত থাকার অনুরোধ করে দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। আধিকারিকদের দাবি, যত দ্রুত সম্ভব যাত্রীদের নিরাপদে স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ শীতের কামড় আরও তীব্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে, মকর সংক্রান্তির আগে কেমন থাকবে বাংলার আবহাওয়া
এই ঘটনায় মাঝের বেশ কয়েকটি স্টেশনে পরিষেবা বন্ধ হয়ে যায়। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালু থাকলেও, মাঝের অংশে পরিষেবা বন্ধ রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের সমস্যাটি দ্রুত মেরামত করে পুরো রুট আবার সচল করার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনও সতর্কতা ছাড়াই আচমকাই অন্ধকার হয়ে যায় মেট্রোর ভিতরে। সুড়ঙ্গে আটকে পড়া যাত্রীরা প্রথমে দিশেহারা হয়ে পড়লেও পরে মেট্রো কর্মীরা তাঁদের আশ্বস্ত করেন। সুড়ঙ্গ দিয়েই হাঁটিয়ে নিয়ে বের করা হচ্ছে তাঁদের।
কলকাতার সবচেয়ে পুরনো মেট্রো রুট ব্লু লাইনে এরকম বিভ্রাট এখন প্রায় নিয়মিত বলে অভিযোগ যাত্রীদের। কখনও মেট্রো দেরি করে, কখনও মাঝপথে থেমে যায়। দিনের পর দিন এমন পরিস্থিতিতে যাত্রীদের ক্ষোভও বাড়ছে। এদিনের ঘটনাও সেই ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।









