Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গSiliguri: চালু হচ্ছে NBSTC-র এসি বাস; কোচবিহার-শিলিগুড়ি রুটে

Siliguri: চালু হচ্ছে NBSTC-র এসি বাস; কোচবিহার-শিলিগুড়ি রুটে

সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এই খবর দিয়ে জানিয়েছেন, দু’টো বাস কোচবিহার-শিলিগুড়ি এবং শিলিগুড়ি-কোচবিহারের মধ্যে চলাচল করবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

মঙ্গলবার ২৪ জুন থেকে কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)।

আরও পড়ুন: বঙ্গবার্তার খবরে ঘুম ভাঙলো পুলিশের! কালীগঞ্জ কাণ্ডে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এই খবর দিয়ে জানিয়েছেন, দু’টো বাস কোচবিহার-শিলিগুড়ি এবং শিলিগুড়ি-কোচবিহারের মধ্যে চলাচল করবে।

তার জন্য মঙ্গলবার বেলা একটায় কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার সূচনা হবে। যাত্রীদের জন্য এই পথে সরকারি ভাড়া ৩২০ টাকার পরিবর্তে বিশেষ ছাড় দিয়ে ২২০ টাকা করা হয়েছে।

আরও পড়ুন: মাঝরাত থেকে বৃষ্টিতে ভাসলো শিলিগুড়ি

আগামী ছ’মাস এই সুবিধা পাবেন যাত্রীরা। প্রতিদিন সকালে ৭.৪০ ও দুপুর ২:৪০ মিনিটে কোচবিহার থেকে এসি বাস ছাড়বে। শিলিগুড়ি থেকে প্রতিদিন সকাল ৮.৫০ মিনিটে ও বিকেল ৩.৫০ মিনিটে বাসটি ছাড়বে।

এই মুহূর্তে

আরও পড়ুন