Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeহুগলীSBI ATM: পয়লা বৈশাখে দুই প্রবীণের কামড়াকামড়ি, রক্তারক্তি কাণ্ড হুগলিতে

SBI ATM: পয়লা বৈশাখে দুই প্রবীণের কামড়াকামড়ি, রক্তারক্তি কাণ্ড হুগলিতে

যুদ্ধেই ‘ম্যাটার ক্লোজ়’ হয়নি। চলে হাতাহাতি, এমনকী কামড়াকামড়িও। রক্তাক্ত দুই প্রবীণ

পয়লা বৈশাখে দুই প্রবীণের ‘ছেলেমানুষি’? উত্তাল হুগলির চুঁচুড়ার খাদিনামোড় এলাকা। মঙ্গলবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিয়স্কে ব্যাঙ্কের পাসবই আপডেট করতে গিয়েছিলেন দুইজন প্রবীণ। একজনের সময় বেশি লাগছে বলে তাঁর সঙ্গে বচসা করতে শুরু করেন অন্য এক প্রবীণ। কিন্তু কথার যুদ্ধেই ‘ম্যাটার ক্লোজ়’ হয়নি। চলে হাতাহাতি, এমনকী কামড়াকামড়িও। রক্তাক্ত দুই প্রবীণকে একে অন্যের থেকে আলাদা করার জন্য এগিয়ে আসতে হয় স্থানীয়দের। এই সামান্য ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়ার খাদিনামোড়র SBI-এর কিয়স্কে পাসবই আপডেট করতে এসেছিলেন ওই দুইজন। প্রথমে যে প্রবীণ পাসবই আপডেট করছিলেন তার কাছে চারটি পাসবই ছিল। ফলে তাঁর বেশ কিছুটা সময় লাগছিল।

আরও পড়ুন: পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম জওয়ান

অন্যদিকে, তার পিছনে অপেক্ষা করতে থাকা অন্য প্রবীণ তাঁকে তাড়া দিয়েছিলেন বলে দাবি অন্যদের। তিনি অনুরোধ করেছিলেন, তাঁর তাড়া রয়েছে। যদি একটু আগে তাঁকে ছাড়া যায়। সেই সময়েই সামনে দাঁড়িয়ে থাকা প্রবীণ তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ। পিছনে থাকা প্রবীণও পাল্টা সরব হন। এই তপ্ত বাক্য বিনিময় হাতাহাতিতে পৌঁছয় এবং একজন অন্যজনের হাত কামড়ে রক্ত বার করে দেন বলে অভিযোগ। সামনের জনও তাঁকে ঘুষি মারেন বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন: ‘শুভনন্দন জানানোর আগে বরাহ নন্দনদের শায়েস্তা করুন,’ মমতাকে বিঁধলেন শুভেন্দু

এই দুই প্রবীণের হাতাহাতি থামাতে এগিয়ে আসেন কিয়স্কে থাকা নিরাপত্তী রক্ষী এবং আরও কয়েকজন গ্রাহক। দুই প্রবীণই একে অন্যের উপর দোষারোপ করেন। স্থানীয়রাই তাঁদের শান্ত করে বাড়ি পাঠান।

ওই কিয়স্কে উপস্থিত অন্য এক গ্রাহক বলেন, ‘আসলে বয়স হলে মানুষ বাচ্চা হয়ে যায়। এ সব দেখে হাসব না কাঁদব বুঝছি না। তবে যার শেষ ভালো, তার সব ভালো।’

এই মুহূর্তে

আরও পড়ুন