Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeকলকাতাKolkata: মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Kolkata: মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ।

মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। আজ বৃহস্পতিবার সকালে ওই ওভারব্রিজ থেকে এক যুবকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন: আজ সন্ধেয় সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রতিরক্ষামন্ত্রী, থাকবেন শাহও

এই ঘটনায় কেন্দ্র করে ব্যস্ত ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কী কারণে ওই যুবকের মৃত্যু হল, এটি খুন না কি আত্মহত্যার ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের কামাল, জীবনে সুখের জোয়ার এই চার রাশির

প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃত যুবকের নাম সঞ্জয় মিত্র। বয়স ৩৫। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বাড়ি উল্টোডাঙায়। ইতিমধ্যেই পুলিশের তরফে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই, মৃত্যুর কারণ অনেকটা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন