৩ নভেম্বর, সোমবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত কলেজ স্কোয়ারের মেন গেটের সামনে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে ভিজে বইয়ের বইমেলা।
আরও পড়ুনঃ ভাবা যায়, শনিবার রাতে চন্দননগরের রাস্তায় নামবে চন্দ্রযান!
২৩ সেপ্টেম্বরের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রকাশক, পুস্তক বিক্রেতা, বাঁধাইঘর ও ক্ষুদ্র ছাপাখানাগুলির মধ্যে যাঁরা সহায়তার আবেদন করেছিলেন এমন ৬৫টি সংস্থাকে কলেজ স্ট্রিট রিলিফ ফান্ড থেকে মোট ৩,৪২,০০০ টাকা দেওয়া হবে ৩ নভেম্বর দুপুর বারোটায়।
কলেজ স্ট্রিট রিলিফ ফান্ডের বাকি ৬০,০০০-এরও বেশি টাকায় ভিজে বইয়ের বইমেলা থেকে বই কেনা হবে, এবং সেই বই আগত অতিথিদের স্মারক হিসেবে উপহার দেওয়া হবে।
আরও পড়ুনঃ অন্ধকারের হাতছানি? সকালের উত্তাল বিধানসভায় রাতে কাঁদের আনাগোনা!
ভিজে বইয়ের বইমেলার যাবতীয় খরচ বহন করবে স্বনির্ভর সংস্থা। উল্লেখ্য এর আগে কলেজস্ট্রিট রিলিফ ফান্ডে দিল্লিবাসীর পক্ষ থেকে দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন পাঠিয়েছে দুলাখ টাকা। কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কলেজ স্ট্রিটের জন্য অতিবৃষ্টির পরের দিন গঠিত হয়েছিল কলেজ স্ট্রীট রিলিফ ফান্ড।
প্রিয় বইপ্রেমী বন্ধুরা ৩ নভেম্বরের মেলায় অংশ নেবে আনন্দ পাবলিশার্স, অভিযান পাবলিশার্স, কথোপকথন প্রোডাকশনস্, অক্ষর সংলাপ, সৃষ্টিসুখ, ইতিকথা, প্রিয় গ্রন্থদীপ, দেশ প্রকাশন-সহ প্রায় পঁচিশটি প্রকাশনা। কমপক্ষে পঞ্চাশ শতাংশ ছাড় পাওয়া যাবে এই মেলাতে। ৩ নভেম্বর ১১টা থেকে ৮টা।





