আগামী শনিবার মহাপঞ্চমী, সেই সময় থেকে পুজোর দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে সেটা নিয়ে কম বেশি সবাই আতঙ্কিত । কারণ, আবহাওয়া অফিস সহ বিভিন্ন মাধ্যম জুড়ে পুজোর আগে থেকেই নিম্নচাপ ও পুজোর সময় বৃষ্টির সতর্কতা । এই সংক্রান্ত বিস্তারিত আপডেট পূর্বে অনেকবার দিয়েছি । সাধারণত সবার বিরুদ্ধে গিয়ে আপডেট দেওয়া অভ্যাস হয়ে গেছে, আর আতঙ্ক সৃষ্টি করা বা অতিরঞ্জিত খবর শেয়ার করতে অভ্যস্ত নই। এবার ও বর্তমান সবার আপডেটের বিরুদ্ধে গিয়ে নিজের পর্যবেক্ষণে যতটুকু বুঝেছি আপডেট দেওয়ার চেষ্টা করছি। পঞ্চমী থেকে পুজোর দিনগুলোর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে।
আরও পড়ুনঃ মহালয়া মানেই দুর্গাপুজোর সূচনা; হোয়াটসঅ্যাপে নয়া ফিচার
যদি বঙ্গোপসাগরে নিম্নচাপ উড়িষ্যা – বাংলার উপকূলের কাছে সক্রিয় হয় – এখনও পর্যন্ত বিভিন্ন ওয়েদার অ্যাপস অনুসারে (যদিও আমার পর্যবেক্ষণে এই সম্ভাবনা খুব সামান্য)
- শনিবার, ২৭ সেপ্টেম্বর (মহাপঞ্চমী) : মেঘলা আকাশ এবং দিন ও রাতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির সম্ভাবনা –
দিনে – ৬০% (৭ থেকে ৮ মিলিমিটার)
রাতে – ৬৫% (১৫ মিলিমিটারের কাছে)
- রবিবার, ২৮ সেপ্টেম্বর (মহাষষ্ঠী) : মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা দিনের বেলায় হাল্কা থেকে মাঝারী ও রাতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির সম্ভাবনা –
দিনে – ৭৫% (২০ মিলিমিটারের কাছে)
রাতে – ৬০% (৬ মিলিমিটারের কাছে)
- সোমবার, ২৯ সেপ্টেম্বর (মহাসপ্তমী) : আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা –
দিনে – ৫৫% (৫ মিলিমিটারের কাছে)
রাতে – ৫০% (৪ মিলিমিটারের কাছে)
- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর (মহাষ্টমী) : আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা সামান্য দুপুরের দিকে, রাতের দিকে বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা –
দিনে – ৫০% (৩-৪ মিলিমিটারের কাছে)
রাতে – ৩৫% (কয়েক পশলা)
- বুধবার, ১ অক্টোবর (মহানবমী) : আংশিক মেঘলা আকাশ, দুপুরের দিকে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির সম্ভাবনা –
দিনে – ৫০% (২-৩ মিলিমিটারের কাছে)
রাতে – ২০% (বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই)
- বৃহস্পতিবার, ২ অক্টোবর (বিজয়া দশমী) : আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে।
বৃষ্টির সম্ভাবনা –
দিনে – ৪০% (খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা)
রাতে – ১০% (বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই)
যদি বঙ্গোপসাগরে নিম্নচাপ উড়িষ্যা – অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সক্রিয় হয় (সেই সম্ভাবনা আমার পর্যবেক্ষণে সবচেয়ে বেশি যা পূর্বের আপডেট গুলোতে দিয়েছি, এবং তার পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে পড়ার সম্ভাবনা) এখনও পর্যন্ত পরিস্তিতি অনুসারে
- শনিবার, ২৭ সেপ্টেম্বর (মহাপঞ্চমী) : মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- রবিবার, ২৮ সেপ্টেম্বর (মহাষষ্ঠী) : মেঘলা আকাশ, হাল্কা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা ।
- সোমবার, ২৯ সেপ্টেম্বর (মহাসপ্তমী) : মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে বিকালের মধ্যে। রাতের দিকে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।
- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর (মহাষ্টমী) : আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা সামান্য দুপুরের দিকে, রাতের দিকে বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- বুধবার, ১ অক্টোবর (মহানবমী) : আংশিক মেঘলা আকাশ, রাতের দিকে বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- বৃহস্পতিবার, ২ অক্টোবর (বিজয়া দশমী) : আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় শুভ-অশুভের দ্বৈরথ, মহালয়ায় কি শুভেচ্ছা জানানো যায়?
সাধারণত সামান্য বা হাল্কা বৃষ্টি পুজোয় বিঘ্ন সৃষ্টি করতে পারবে না বলেই অনুমান। পুজো এবার মৌসুমী বায়ু সক্রিয় থাকাকালীন তাই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি স্বাভাবিক ।
সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর আরও ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে । তাই অপেক্ষা করতে হবে ফরমেশন সৃষ্টি পর্যন্ত । প্রত্যাশা করা যায় ভালো সংবাদ পাবেন সবাই ।







