spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeআবহাওয়াWeather Update: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, উত্তাল হতে পারে সমুদ্র

Weather Update: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, উত্তাল হতে পারে সমুদ্র

কলকাতা-সহ গোটা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তার ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তাল হতে পারে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: যুবককে উত্তমমাধ্যম! নগ্ন হয়ে মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। খুব ধীরগতিতে এটি উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে বাংলাদেশের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত অক্ষরেখা। এটি উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। নিম্নচাপ ও অক্ষরেখা এই জোড়া ফলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

আরও পড়ুন: বিতর্কে তৃণমূলের ‘নেত্রী’! রাস্তায় ফেলে জুতোপেটা প্রবীণ সিপিএম নেতাকে, ছিঁড়ে দেওয়া হল জামাও

এদিকে, একটানা বৃষ্টিতে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ সেলসিয়াস কম। রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৯ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১২.৩ মিলিমিটার।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন