spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeআবহাওয়াWeather Update: মাঝে ২ দিনের বিরতি দিয়ে ৪৮ ঘণ্টায় ঘোর দুর্যোগ বাংলায়

Weather Update: মাঝে ২ দিনের বিরতি দিয়ে ৪৮ ঘণ্টায় ঘোর দুর্যোগ বাংলায়

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিয়রে নিম্নচাপ। আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মঙ্গলবারও চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

আরও পড়ুনঃ বাংলা ভাষার ওপর বিজেপির আক্রমণ! অগস্ট মাসে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন; আলোচনা চায় তৃণমূল

বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এ ছাড়া, এই মুহূর্তে রাজ্যে বেশ সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এখানে ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ‘হঠাৎ উধাও’ ৩০০-র বেশি প্রাণী আলিপুর চিড়িয়াখানায়! হাইকোর্টে মামলা

হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়  কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই এলাকাগুলোকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।

উত্তরবঙ্গে আপাতত তিন দিন দুর্যোগের সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন