Saturday, 2 August, 2025
2 August, 25
HomeকলকাতাMamta Banerjee: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য! কৌস্তভকে তলব আদালতের

Mamta Banerjee: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য! কৌস্তভকে তলব আদালতের

জানা যাচ্ছে, কলকাতা নগর দায়রা আদালতের বিচারক সুকুমার রায় তাঁকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ২২৩ ধারায় ডেকে পাঠিয়ে বক্তব্য শুনবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তিনি আইনজীবী। এবার তাঁকেই পড়ত হল আইনি জটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে দায়ের হল মামলা। শনিবার রাজ্য সরকারের তরফ কলকাতা নগর দায়রা আদালতে এই মামলা দায়ের করেছে।

সমাজমাধ্য়ম থেকে সংবাদমাধ্যম প্রতিটি স্তরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানা রকম মন্তব্য করতে দেখা যায় বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে। তাই শনিবার ঠিক সেই অভিযোগ তুলে কৌস্তভের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হল রাজ্য। জানা গিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ২২২ নং ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ (২)-র ধারার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: আর্থিক দিক থেকে মালামাল হবে এই চার রাশি

রাজ্য় সরকারের দাবি, কৌস্তভ বাগচী যে অপরাধ করেছেন তা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অবমাননাকর, এমনটা শুধুই নয়, তা নাগরিকদের জন্য অপমানদায়ক। তাই আদালতের কাছে এই ‘অপরাধের’ যথা যোগ্য শাস্তির দাবি করেছে তারা। যার শুনানি রয়েছে আগামী ১৮ই জুন।

আরও পড়ুন: ডুবছে কলকাতা! সবচেয়ে খারাপ অবস্থা ভাটপাড়ার!

সম্প্রতি, কৌস্তভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল টালিগঞ্জ থানাতেও। প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের মমতাকে লেখা বই-কে হাতিয়ার করে কৌস্তভ বাগচী বেলাগাম আক্রমণ করছেন বলে তোলা হয় অভিযোগ। বলে রাখা ভাল, দীপক ঘোষের এই বইকে নানা ভাবে হাতিয়ার করে থাকেন এই বিজেপি নেতা। একাধিক বার সমাজমাধ্যমে বইয়ের একটি ডিজিটাল মুদ্রণ তুলে ধরে মুখ্যমন্ত্রী, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, এমনকি, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দিকেও আক্রমণ শানিয়েছেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন