Thursday, 31 July, 2025
31 July, 25
Homeআবহাওয়াWeather: রাজ্যে তিন ‘ভিলেনে’র চোখরাঙানি, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা! বিপর্যয়ের আশঙ্কা...

Weather: রাজ্যে তিন ‘ভিলেনে’র চোখরাঙানি, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা! বিপর্যয়ের আশঙ্কা বঙ্গে

৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু-এক জায়গায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একইসঙ্গে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা! যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় নামতে পারে ধস।

আরও পড়ুনঃ ক্রমশ ফুঁসছে তিস্তা, ঘুম উড়েছে তিস্তা পারের বাসিন্দাদের

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব আরবসাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্রিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, চুরু, গোয়ালিয়ার, খাজুরাহো, সিদ্ধি, ডাল্টনগঞ্জ, পুরুলিয়া, ক্যানিং হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ পাঞ্জাব এবং উত্তর পশ্চিম উত্তর প্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। এর প্রভাবে আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু-এক জায়গায়।

আরও পড়ুনঃ সতর্কতা সাইরেন, রাস্তায় যানজট; আতঙ্কে কাঁপছে রাশিয়া-জাপান থেকে হাওয়াই-ক্যালিফোর্নিয়া

জানা গিয়েছে, বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। আজ বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদহে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা বিপদসীমার উপর দিয়ে বইবার সম্ভাবনা। সমুদ্র হবে উত্তাল।

এই মুহূর্তে

আরও পড়ুন