কার নেতৃত্বে ছাব্বিশের ভোটযুদ্ধে নামবে বঙ্গ বিজেপি? বেশ কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। সেই জল্পনার অবসান হতে চলেছে বৃহস্পতিবার দুপুরেই। রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিল গেরুয়া শিবির। যদি নির্বাচন হয়, তাহলে বৃহস্পতিবার দুপুর দেড়টায় জানা যাবে বঙ্গ বিজেপির সভাপতি কে হচ্ছেন। তবে বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ে যদি একজনই থাকেন, সেক্ষেত্রে ফল জানা যাবে বুধবার সন্ধেতেই।
আরও পড়ুন: আদালতের নির্দেশে অপসারিত প্রধানমন্ত্রী! নজিরবিহীন রায়
মঙ্গলবার বিজেপির জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গ বিজেপির সভাপতির পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া যাবে বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্রের স্ক্রটিনি হবে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত। এরপর বিকেল ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সন্ধে ৬টায় বঙ্গ বিজেপির সভাপতি পদে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন: জমি বিবাদের জেরে নওদায় বোমাবাজিতে মৃত্যু, বিক্ষোভ স্থানীয়দের
আর কয়েকমাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। নতুন কোনও সভাপতির নেতৃত্বে বিজেপি ভোট ময়দানে নামবে, নাকি সুকান্ত মজুমদারই সভাপতি থাকবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। বিজেপি বর্তমানে এক ব্যক্তি এক পদ নীতি নিয়েছে। বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ফলে বঙ্গ বিজেপির সভাপতি পদে তাঁর থেকে যাওয়া নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠছে। আবার তথাগত রায়ের মতো প্রবীণ নেতা চাইছেন, বঙ্গ বিজেপির হাল ধরুন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষকে ফের বঙ্গ বিজেপির দায়িত্ব দেওয়া হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে। সব জল্পনার অবসান অবশ্য হবে বৃহস্পতিবারই। সূত্রের খবর, সায়েন্স সিটি অডিটোরিয়ামে বঙ্গ বিজেপির সভাপতি বরণ অনুষ্ঠান হবে। কাকে ওইদিন বরণ করে নেওয়া হয়, সেটাই এখন দেখার।