Saturday, 2 August, 2025
2 August, 25
Homeআন্তর্জাতিক নিউজYunus: ‘হতাশ’ ইউনূস! দেখা করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

Yunus: ‘হতাশ’ ইউনূস! দেখা করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউনূসের দাবি, ‘ব্র্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে খুশি হতাম।'

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সদ্য লন্ডন সফর সেরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। গ্লানি, বিক্ষোভ, প্রতিবাদ, আলোচনা। সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়েছে। তবে ইউনূসের এই সফরে সবচেয়ে বেশি নজর লাগা বিষয় একটাই। তা হল কিয়ের স্টার্মারের দেখা না পাওয়া।

আরও পড়ুন: চাকরিহারা শিক্ষক চিন্ময়ের শারীরিক অবস্থার অবনতি, নিয়ে যাওয়া হল এনআরএস হাসপাতালে

ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন মহম্মদ ইউনূস। কিন্তু তার সঙ্গে দেখা করতে সাফ নারাজ কিয়ের স্টার্মার। প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক না করেই তাই দেশে ফিরতে হল তাঁকে। এবার সেই সাক্ষাৎ না হওয়া নিয়ে বিবিসির সামনে মুখ খুললেন ইউনূস।

কী বললেন তিনি?

ইউনূসের দাবি, ‘ব্র্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে খুশি হতাম। কিন্তু তিনি হয়তো ব্যস্ত রয়েছেন বা অন্য কোনও কারণও হতে পারে। তবে এটা আমার জন্য একটা ভাল সুযোগ ছিল। এখন তিনি ব্যস্ত। তাই আমি তাঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণ দিয়ে এসেছি। উনি এলে আমাদের কাছে অনেক সময় থাকবে। আমরা কী করতে চাইছি, তখন তিনি হয়তো বুঝতে পারবেন।’

পদের থেকে কিন্তু ইউনূসের ভার কম নয়। অন্তত বাংলাদেশের রাজনৈতিক মহল তো তেমনটাই বলছে। তাদের কথায়, দু’জনের পদমর্যাদা একই। তাও ইউনূসকে কার্যত ‘ছোট’ করে মুখ ফেরাল ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: নিরাপদ স্থানে যান, এবার হামলা অস্ত্রভাণ্ডারে, এক্স হ্যান্ডেলে ইরানের সাধারণ নাগরিকদের সতর্কবার্তা 

এদিন বিবিসির সামনে এই প্রসঙ্গে মুখ খুলেছেন ইউনূস। তাঁর কথায়, ‘আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তাঁর? সুযোগটা কোন কারণে হাতছাড়া হয়েছে তা আমি জানি না। সে জন্যই আমি বলছি, বাংলাদেশে তার আসাটা দারুণ সুযোগ হতে পারে।’

এই মুহূর্তে

আরও পড়ুন