Monday, 3 November, 2025
3 November
Homeউত্তরবঙ্গDarjeeling: কড়া নিয়ম! দার্জিলিঙের 'মহাকাল' মন্দিরে শর্ট স্কার্ট বা অনুপযুক্ত পোশাকে নো...

Darjeeling: কড়া নিয়ম! দার্জিলিঙের ‘মহাকাল’ মন্দিরে শর্ট স্কার্ট বা অনুপযুক্ত পোশাকে নো এন্ট্রি

পুজো কমিটি ও ওয়েলফেয়ার সোসাইটির তরফে স্পষ্ট জানানো হয়েছে, শর্ট স্কার্ট বা অনুপযুক্ত পোশাকে প্রবেশ একেবারেই নিষিদ্ধ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে এখন থেকে আর ইচ্ছে মতো পোশাক পরে ঢোকা যাবে না। পুজো কমিটি ও ওয়েলফেয়ার সোসাইটির তরফে স্পষ্ট জানানো হয়েছে,  শর্ট স্কার্ট বা অনুপযুক্ত পোশাকে প্রবেশ একেবারেই নিষিদ্ধ।

আরও পড়ুনঃ উত্তাল হাসপাতাল চত্বর! ফের সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থা

পাহাড়ের এই অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানে ভিড় যেমন পর্যটকদের, তেমনই ভক্তদেরও। তাই ধর্মীয় পরিবেশের মর্যাদা রক্ষা করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

মহাকাল মন্দির পুজো কমিটির সদস্য নবীন ছেত্রী বলেন, ‘এটা প্রার্থনার জায়গা, মানুষের শ্রদ্ধা, বিশ্বাস আর ভাবাবেগের সঙ্গে জড়িত। তাই আমরা চাই দর্শনার্থীরা যেন সঠিক পোশাকে আসেন।’ তিনি যোগ করেন, ‘যদি কোনও পর্যটক নতুন নিয়ম সম্পর্কে অবগত না থাকেন, তবে তাঁদের পোশাক দেওয়া হবে মন্দির কমিটির পক্ষ থেকে। দর্শন শেষে সেই পোশাক ফেরত দিতে হবে।’

পুজো কমিটি জানিয়েছে, মন্দির এলাকায় নজরদারির জন্য সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা দেখবেন দর্শনার্থীরা নিয়ম মেনে চলছেন কি না।

আরও পড়ুনঃ এসআইআর আতঙ্কে দিনহাটায় আত্মহত্যার চেষ্টা! সুস্থতা কামনা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের

পোশাক বিধি কার্যকর হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে পর্যটকদের মধ্যে। অনেকে অবশ্য মন্দির কমিটির সিদ্ধান্তকে ইতিবাচক বলেই দেখছেন।

কলকাতা, শিলিগুড়ি বা অন্যান্য জায়গা থেকে পৌঁছনো দর্শনার্থীদের মতে, ‘মন্দির মানে তো একটা পবিত্র জায়গা। তাই সেখানে পোশাক নিয়ে কিছু বিধিনিষেধ থাকা একেবারেই স্বাভাবিক।’ স্থানীয়রাও মনে করছেন, এতে ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ থাকবে এবং পর্যটকদের মধ্যেও একধরনের শৃঙ্খলার বোধ তৈরি হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন