spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeউত্তরবঙ্গব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকাবিহার, শীতের মরশুমে উপভোগ করছে আবালবৃদ্ধবনিতা

ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকাবিহার, শীতের মরশুমে উপভোগ করছে আবালবৃদ্ধবনিতা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জয়দ্বীপ মৈত্র (দক্ষিণ দিনাজপুর)

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যবর্তী  বুনিয়াদপুর শহরের বংশীহারী টাঙ্গন নদীতে এই শীতের মরশুমে জনসাধারণ থেকে শুরু করে ৮ থেকে ৮০ সকলকে শীতের আমেজে নদীতে ভারতের ভূস্বর্গ তথা কাশ্মীরের নৌকা বিহারের ন্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের টাঙ্গন নদীতে নৌকা বিহারের আনন্দ দিতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশীর (৭২) হাত ধরে বংশীহারীতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে। জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেনবাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। বংশীহারীর টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি। মাথাপিছু ৫০ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের যা উপভোগ দেয় নৌকায় থাকা যাত্রীদের নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্যের।এ’বছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথাপিছু ৫০ টাকার বিনিময়ে। তিনি জানান, ‘আমি আগে কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতাম। ছেলে মেয়ে তো কেউ দেখেনা তাই এখন বয়স হয়ে যাওয়ায় কাজ করতে পারি না। সেজন্য বার্ধক্য ভাতার কিছু টাকা জমিয়ে অন্যের কাছ থেকে ধার করে প্রায় ৮০ হাজার টাকা জোগাড় করি। তা দিয়েই এই যন্ত্রচালিত নৌকা বানিয়েছি। এই কাজ করে স্বামী-স্ত্রীর পেটের ভাত জোগাড় হচ্ছে।’ তবে এখন শীতের সময় শীতকালে বনভোজনের উদ্দেশ্যে সকলেই বিভিন্ন জায়গায় পিকনিক করতে যায়। আর সেদিক থেকে বংশীহারির টাঙ্গন নদীতে এই নৌকা বিহার ভ্রমণের আনন্দ নিতে সকলেই ভিড় জমাচ্ছেন। ঠিক সেই কারণেই বৃদ্ধ তথা নৌকা চালক বীরেন রাজবংশীর লক্ষীর ভার পূর্ণ হচ্ছে, আর তা দেখে মুখে হাসি ফুটেছে বীরেন বাবুর। শীতের মরশুমে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পিকনিকের স্পটের মনোরম পরিবেশ উপভোগ করার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর টাঙ্গন নদীতে কাশ্মীরের নৌকা বিহারের ন্যায় আনন্দ নিতে জেলা সহ বুনিয়াদপুরের আবালবৃদ্ধবণিতা এই শীতের মরশুমে নৌকা বিহারের ভ্রমণ যারপরনায় উপভোগ করছে তা বলায় বাহুল্য।

এই মুহূর্তে

আরও পড়ুন