
“মুক্ত পাখী“
সৌমেন মুখোপাধ্যায়

খাঁচায় থাকা বন্ধী পাখী
মুক্ত হয়ে যায় উড়ে
মনের যত ইচ্ছাগুলো
মিটাবে আজ মনের সুখে।
মৃত্যুর ভয় নেই যে মনে
বিদায় নিয়েছে কবে সে যে
আজ সে একলা হয়ে
মনের সুখে গায় যে গান।
বুঝিয়ে দেবে বন্ধীজীবন
কেমন করে কাটিয়ে ছিল
ইচ্ছে মতো ব্যবহৃত হতো
বাঁচিয়েছে আজ নিজের প্রাণ।
ছোট্ট নীড়ে দুটি প্রানী
জননী আর সে সবাই মানে
সুখ – দুঃখে কষ্টে কাটে জীবন
হঠাৎ করে শনির আগমন।
পুড়িয়ে দেয় আস্ত নীড়
বন্ধী করে পাখীর জীবন
ফন্দি আঁটে অনেক করে
শেষ করতে চায় তাদের জীবন।
ভগবানের অশেষ কৃপা
মুক্ত পায় বন্ধী জীবন
পায় না ফিরে তাদের নীড়
হারিয়ে যাওয়া তাদের দিন।
আজ পাখী মুক্ত হয়ে
মনের সুখে গায় গান
নতুন করে গড়বে নীড়
এটাই হলো তারি পণ।।