Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: পথ কুকুরকে ধারালো অস্ত্রের কোপ

Siliguri: পথ কুকুরকে ধারালো অস্ত্রের কোপ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত :

মুরগি নিয়ে চলে যাওয়ার অপরাধে এক পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিল সঞ্জয় সিং নামে এক ব্যক্তি। তার বাড়ি নকশাল বাড়িতে। অভিযোগ তার পোষা মুরগি নিয়ে চলে গেছে ওই পথ কুকুরটি।

আরও পড়ুন: Chandrakona: বাড়ি থেকে বেরিয়েছিল স্কুলে সরস্বতী ঠাকুর দেখতে যাবে বলে, ঘরে ফিরল ‘বৌ’ নিয়ে

এর অপরাধে ওই পথ কুকুরটিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় সঞ্জয় সিং নামে ওই ব্যক্তি। গুরুতর আহত হয়ে পথ কুকুরটি রাস্তায় পড়ে থাকে, দেখতে পেয়ে কলেজ পড়ুয়া দুটি মেয়ে ওই কুকুরটিকে প্রাথমিক চিকিৎসা করে। পরে তাকে খাবার দেয়। এই দিকে এই ঘটনা  চারিদিকে ছড়িয়ে পড়ায় ক্ষুদ্ধ হয় স্থানীয় বাসিন্দারা, তারা জানিয়েছে সঞ্জয় সিং বরাবর বদরাগি বিভিন্নভাবে সে রাস্তার পথের কুকুরদের হেনস্থা করে যায়।

আরও পড়ুন: Siliguri: গাছ ভালবাসেন, ভালবাসেন ফুল; শত ব্যস্ততার মাঝেও অন্য ভূমিকায় শিলিগুড়ির মহানগরীক

যে প্রতিবাদ করতে আসে  বা যারা প্রতিবাদ করতে আসে, তাদেরও অসভ্য ভাষায় গালিগালাজ করে। তবে এই দিনের ঘটনা নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যান গ্রামবাসীরা। তারা সঞ্জয় সিংকে উপযুক্ত শাস্তির দাবি করে বিক্ষোভ দেখান। পরে সঞ্জয় সিং দোষ মেনে নিয়ে কুকুরটির দায়িত্ব নিতে স্বীকার করলে অবস্থা শান্ত হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন