Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গKetugram: উড়ে গেল ছাদ!কল্যাণীকাণ্ডের মধ্যেই আতঙ্ক কেতুগ্রামে

Ketugram: উড়ে গেল ছাদ!কল্যাণীকাণ্ডের মধ্যেই আতঙ্ক কেতুগ্রামে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে শোরগোলের মধ্যেই বোমা বিস্ফোরণ পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। মজুত করে রাখা বোমা ফেটে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাড়ির শৌচাগারে বেশ কিছু বোমা মজুত করে রাখা ছিল। সেগুলি ফেটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে উড়ল বাড়ির ছাদও।

আরও পড়ুন: Tripura: সামাজিক নানান কর্মসূচিতেও এগিয়ে আসছেন: মুখ্যমন্ত্রী

রবিবার সন্ধ্যায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে কেতুগ্রামের চেঁচুড়ি গ্রাম। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িটিতে কেউ ছিলেন না। গৃহকর্তা কর্মসূত্রে বাইরে থাকেন। ফলে বাড়িতে কে বা কারা বোমা মজুত করে রাখলেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, ‘‘যে বাড়ির শৌচাগারে বিস্ফোরণ ঘটেছে, সেটি পোড়ো বাড়ি। ১৫-১৬ বছর ধরে বাড়িতে কেউ থাকে না। আমরা একটা স্বতঃপ্রণোদিত মামলা করব।’’

আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশের গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী আটক

গত বিধানসভা ভোটের আগের রাতে কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে বোমা মেরে কুপিয়ে খুন করা হয়েছিল তৃণমূলের বুথ সভাপতি মিন্টু শেখকে। দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছিলেন মিশির শেখ ওরফে নজরুল ইসলাম নামে মিন্টুর এক সঙ্গী। সেই দিন বাইকে চড়ে বাড়ি ফেরার সময় তাঁদের উপর হামলা হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন