Saturday, 2 August, 2025
2 August, 25
HomeহুগলীHooghly: অবৈধ পার্কিং, রাস্তার পাশে যত্রতত্র ইমারতী দ্রব্য রাখা নিয়ে কড়াকড়ি প্রশাসন

Hooghly: অবৈধ পার্কিং, রাস্তার পাশে যত্রতত্র ইমারতী দ্রব্য রাখা নিয়ে কড়াকড়ি প্রশাসন

নড়ে চড়ে বসল প্রশাসন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হুগলী: তারকেশ্বর থানা এলাকায় অবৈধ পার্কিং, রাস্তার পাশে যত্রতত্র ইমারতী দ্রব্য রাখা নিয়ে লাগাতার সরব হয়েছিল সংবাদ মাধ্যম। পাশাপাশি বাড়তে থাকা দুর্ঘটনা নিয়েও সরব হয়েছিলেন সাধারণ মানুষ। এরজেরেই তড়িঘড়ি নড়ে চড়ে বসল প্রশাসন।

এদিন সন্ধ্যায় তারকেশ্বর বিডিও অফিসে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বৈঠক করা হল তারকেশ্বর ব্লক,থানা প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে। বৈঠকে যোগ দিয়েছিলেন হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত ওসি তন্ময় বাগ সহ একাধিক জেলাপরিষদ সদস্যরাও ।

তারকেশ্বর থানা এলাকার ১০টি পঞ্চায়েতের প্রধানরাও এদিনের বৈঠকে যোগ দেন। সেইসাথে এলাকায় ইমারতী দ্রব্যের ব্যবসায়ীদের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। তারকেশ্বর (Tarakeswar) থেকে আমাদের প্রতিনিধি সাহেব দাসের রিপোর্ট।

দেখুন ভিডিও –

এই মুহূর্তে

আরও পড়ুন