Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeপাঁচমিশালিDoomsday Fish: দেখা মিলল বিরল ওড়ফিশের, 'প্রলয় মাছ' নিয়ে আতঙ্ক

Doomsday Fish: দেখা মিলল বিরল ওড়ফিশের, ‘প্রলয় মাছ’ নিয়ে আতঙ্ক

Oarfish নাকি বিপদ সঙ্কেত দেয়

বঙ্গবার্তা নিউজ ডেস্ক: মেক্সিকোর একটি সৈকতে সম্প্রতি একটি বিরল ওড়ফিশ ভেসে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। “প্রলয় মাছ” নামে পরিচিত এই গভীর সমুদ্রের প্রাণীটিকে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুক্ত করা হয়। গত ৯ ফেব্রুয়ারি বাজা ক্যালিফোর্নিয়া সুরের ‘প্লায়া এল কুয়েমাডো’ (Playa El Quemado) সৈকতে এই মাছটিকে দেখা যায়।

সৈকতে আটকা পড়া ওড়ফিশকে সাহায্য করার চেষ্টা

সৈকতে ঘুরতে আসা এক ব্যক্তি জানান, তিনি মাছটিকে অগভীর জলে ছটফট করতে দেখেন। ‘স্টোরিফুল’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অস্বাভাবিক ঘটনার বর্ণনা দেন। “মাছটি সরাসরি আমাদের দিকে সাঁতরে আসে এবং জলের উপরে মাথা তোলে,” তিনি AccuWeather-কে বলেন। তিনি এবং অন্যরা বেশ কয়েকবার মাছটিকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটি বারবার ফিরে আসে।

ওড়ফিশ (oarfish) এবং তাদের ‘প্রলয়’ পূর্বাভাস

ওড়ফিশ দীর্ঘদিন ধরে দুর্যোগের পূর্বাভাসকারী হিসাবে বিবেচিত হয়ে আসছে। ওশান কনজারভেন্সির মতে, এদের ভূমিকম্প বা ধ্বংসের লক্ষণ হিসাবে মনে করা হয়। জাপানি লোককথায় শিকড় থাকা এই বিশ্বাসটি ২০১১ সালে আরও বেশি করে ছড়িয়ে পরে, যখন জাপানে একটি বড় ভূমিকম্পের আগে ২০টি ওড়ফিশ দেখা যায়। ২০২৪ সালের নভেম্বরে, ক্যালিফোর্নিয়ার গ্র্যান্ডভিউ বিচে একটি ওড়ফিশ দেখা গিয়েছিল। এক মাস পরে, ৭.০ মাত্রার একটি ভূমিকম্প হয়, যা সুনামি সতর্কতা জারি করে।

বিজ্ঞানীরা বলছেন এই সংযোগগুলি কাকতালীয় হলেও, ওড়ফিশের দর্শন বিশ্বজুড়ে ভয় এবং কৌতূহল সৃষ্টি করে চলেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন