Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গElection 2025: ছাত্র সংসদ নির্বাচন! এক অভিনব নজির সৃষ্টি

Election 2025: ছাত্র সংসদ নির্বাচন! এক অভিনব নজির সৃষ্টি

বিধানসভার নির্বাচনের ন্যায়, নির্বাচনী বিধি মেনে, ভোট কক্ষ তৈরি করে, শিয়ালী প্রাথমিক বিদ্যালয় এর "ছাত্র সংসদ নির্বাচন"

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, জামালপুর

পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গতশিয়ালী প্রাথমিক বিদ্যালয় একেবারে লোকসভা ও বিধানসভার নির্বাচনের ন্যায়, নির্বাচনী বিধি মেনে, ভোট কক্ষ তৈরি করে, শিয়ালী প্রাথমিক বিদ্যালয় এর “ছাত্র সংসদ নির্বাচন” হলো।

আরও পড়ুন: আজ ১৯ মার্চ, সাফল্যের উন্নতি এই চার রাশির

বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মোট ১২ জন প্রতিনিধি নির্বাচনের লড়াই করার জন্য নমিনেশন দিয়েছিল,প্রত্যেকে জেতার জন্য ১০০ শতাংশ আশাবাদী, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ,একেবারে উৎসবের মেজাজে ভোট হয়, বিদ্যালয়ের এই নির্বাচনে প্রতীকি বাহিনীও দেখা গেল, এই নির্বাচন নিয়ে ভোটার  ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: পুরসভার বাজেট, বাজেট পেশ করলেন মেয়র গৌতম দেব

সবশেষে একেবারে সুষ্ঠভাবে সম্পন্ন হয় ভোট প্রক্রিয়া, নির্বাচনের সমস্ত ভোটারদের ভোট দেওয়ার পর বিস্কুট ও চকলেট দেওয়া হয়, এছাড়া ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্লান্তি দূর করতে ঠান্ডা শরবত দেওয়া হয়

এই মুহূর্তে

আরও পড়ুন