লাফিয়ে লাফিয়ে চড়ছে পারদ। তারই মধ্যে আজ পালিত হচ্ছে খুশির ইদ। আলিপুর জানিয়েছে, সোমবার গরম কমার কোনও লক্ষ্মণ নেই। বরং, রাজ্যের তিন জেলায় এদিন হিট ওয়েভ অর্থাৎ লু বইবে। কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেও ‘হট-ডে’ অনুভূত হবে। তবে মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে।
আরও পড়ুন: ‘গা বাঁচিয়ে আর কতদিন চলবেন?’, কেলগ কাণ্ডে কল্যাণের পর এবার সরব দেবাংশু
সোমবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনার জন্য বিশেষ সতর্কবার্তা জানিয়েছে আলিপুর। বেলা ১১টার পর বাইরে বেরোতে হলে ছাতা, জল সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে উত্তরবঙ্গে কালিম্পং ও দার্জিলিং জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ৪ এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পরের দিন অর্থাৎ ৫ এপ্রিল বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
আরও পড়ুন: চাঞ্চল্য কোচবিহারের দিনহাটায়; পুকুর থেকে উদ্ধার বস্তাবন্দি মানুষের মাথার খুলি ও দেহাংশ
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ থেকে ৯২ শতাংশের মধ্যে থাকতে পারে।
তুলনামূলকভাবে বেশি থাকবে রাতের তাপমাত্রাও, যার ফলে গরমের অস্বস্তি আরও বাড়বে। তবে মঙ্গলবার থেকে সামান্য স্বস্তি মিলতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাত, আসাম, মেঘালয় ও ত্রিপুরাতেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া।