Sunday, 3 August, 2025
3 August, 25
Homeব্যবসা-বাণিজ্যShare Market: ১৫০০ পয়েন্টের বেশি উঠল সেনসেক্স! নববর্ষে বেশ স্বস্তিতে বিনিয়োগকারীরা

Share Market: ১৫০০ পয়েন্টের বেশি উঠল সেনসেক্স! নববর্ষে বেশ স্বস্তিতে বিনিয়োগকারীরা

৫০০ পয়েন্ট বেড়েছে দেশের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ১,৫৭৭ পয়েন্ট বেড়েছে দেশের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ ১৫ এপ্রিল ৫০০ পয়েন্ট বেড়েছে দেশের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ১,৫৭৭ পয়েন্ট বেড়েছে দেশের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স। এ ছাড়াও বেড়েছে দেশের আরও অনেক সূচক।

আজ চড়চড়িয়ে বেড়েছে বাজার। ১,৩৭৭ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাংক। বিএসই ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট। ১,৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০। বিএসই স্মলক্যাপ বেড়েছে ১,৪৭১ পয়েন্ট।

আরও পড়ুন: এশিয়ান হাইওয়ের পাশে জমি লুট নকশালবাড়িতে

ভারতের বাজার আজ যেমন ছুটেছে তেমনই আজ বেড়েছে বিদেশের একাধিক শেয়ারও। ২৮৫ পয়েন্ট বেড়েছে জাপানি সূচক নিক্কেই। ৪৮ পয়েন্ট বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে এমিমকো এলেকন, ইনভেস্টমেন্ট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ফিনো পেমেন্টস ব্যাঙ্ক, পন্ডি অক্সিডাইজ অ্যান্ড কেমিক্যালস ও আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেস।

আজ পড়ল যারা:

বাজারের এই ভাল দিনেও পড়েছে বেশ কিছু সংস্থা। এর মধ্যে রয়েছে কোয়েস কর্প, রাজ টেলিভিশন নেটওয়ার্ক, আইসিডিএস লিমিটেড, স্টারটেক ফাইন্যান্স লিমিটেড, উমা এক্সপোর্টস।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ৪ টাকা ৮ পয়সা ডিভিডেন্ড দিল ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ট্রাস্ট
  • শেয়ার প্রতি ৫ টাকা ৭৫ পয়সা ডিভিডেন্ড দিল হেক্সাওয়্যার টেকনোলজিস
  • আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে বোম্বে ওয়্যার রোপস, জিএম ব্রেওয়্যারিস, ডেল্টা ইন্ডাস্ট্রিয়াল, আইসিআইসিআই লম্বার্ডের মতো সংস্থা।
  • বার্ষিক ফলাফলের সঙ্গে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে আইসিআইসিআই প্রুডেনশিয়াল, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি।

*১৫ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। বঙ্গবার্তা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

আরও পড়ুন: পয়লা বৈশাখে দুই প্রবীণের কামড়াকামড়ি, রক্তারক্তি কাণ্ড হুগলিতে

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

এই মুহূর্তে

আরও পড়ুন