Monday, 15 September, 2025
15 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeপাঁচমিশালিGautam Buddah: ভয়কে জয় করলেই পৃথিবী জয় সম্ভব!

Gautam Buddah: ভয়কে জয় করলেই পৃথিবী জয় সম্ভব!

এই বছর বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে ১২ মে ২০২৫ সোমবার। ২৫০০ বছর আগে বুদ্ধের জন্ম হয়েছিল বলে মনে করা হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বৈশাখী পূর্ণিমা তিথিতে প্রতি বছর পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমাতেই যিশু খ্রিস্টের জন্মের ৫৬৩ বছর আগে নেপালের লুম্বিনীতে জন্নগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। সন্ন্যাস গ্রহণের আগে মহারাজ শুদ্ধোদন ও মা যশোধরার এই পুত্রের নাম ছিল সিদ্ধার্থ। তিনি ক্ষমা, প্রেম ও অহিংসার বাণী প্রচার করেন। হিন্দুধর্মে গৌতম বুদ্ধকে বিষ্ণুর দশাবতারের অন্যতম বলে মনে করা হয়।

আরও পড়ুন: স্কুলে গেলেও পড়ানোয় মন নেই বহু ‘যোগ্য’ শিক্ষকের

বুদ্ধ পূর্ণিমার ইতিহাস

এই বছর বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে ১২ মে ২০২৫ সোমবার। ২৫০০ বছর আগে বুদ্ধের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। শাক্য বংশের রাজপুত্র হয়েও সংসার ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। কঠোর কৃচ্ছসাধন করে তিনি তপস্যা করেন। মনে করা হয়, রাজপুত্র সিদ্ধার্থ ছোটবেলা থেকে জীবনের দুঃখ-কষ্টের বিষয়ে অজ্ঞান ছিলেন। ২৯ বছর বয়সে তিনি প্রথম রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে অসুস্থ, জরাগ্রস্ত ও শবদেহ দেখে জীবনের কঠোর বাস্তব সম্পর্কে অবহিত হন। এর ফলে সাংসারিক সুখ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে আত্মপোলব্ধি করতে তিনি প্রাসাদা ত্যাগ করেন। এরপর বোধি অর্থাৎ জ্ঞান লাভ করে তিনি বুদ্ধ হন।

আরও পড়ুন: ‘সমঝোতা এক্সপ্রেস’! ট্রাম্পের কথা শুনে ‘শান্ত’ হয়েছিল আর কোন কোন দেশ

বুদ্ধ পূর্ণিমা পালন

আমাদের দেশে বুদ্ধগয়াতে এই দিনে বিশেষ উপাসনার আয়োজন করা হয়। এ ছাড়া থাইল্যান্ড, চিন, কম্বোডিয়া, নেপাল, তিব্বত ও শ্রীলঙ্কায় বুদ্ধ পূর্ণিমা বিশেষ উৎসাহের সঙ্গে পালিত হয়। এই দিনটি দান-ধ্যান করে পালন করেন অনেকে।

গৌতম বুদ্ধের বাণী

আজ বুদ্ধ পূর্ণিমায় জেনে নিন গৌতম বুদ্ধের কয়েকটি অমর বাণী, যা ২৫০০০ বছর পরেও আমাদের জীবনে সমান কার্যকরী।

  • তোমার কাজই তোমার চিন্তা-ভাবনার পরিচয় দেয়।
  • প্রদীপ যে ভাবে নিজেকে জ্বালায়, সেই ভাবে জ্ঞান ও শান্তির আলোয় নিজেকে প্রজ্জ্বলিত করুন।
  • যে ব্যক্তি নিজের চিন্তা-ভাবনা নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই সত্যিকারের বিজয়ী।
  • এই জগতে সবই সাময়িক, তাই কোনও কিছু আঁকড়ে না ধরে ছাড়তে শেখা জরুরি।
  • যে শান্তি তোমার ভেতর থেকে আসে, তা গোটা দুনিয়ায় শান্তি নিয়ে আসতে পারে।
  • জীবনে দুঃখ থাকবেই, কিন্তু নিজের ভেতরের দুঃখ দূর করার ক্ষমতা আমাদের মধ্যেই আছে।
  • যে ব্যক্তি অন্যকে ক্ষমা করতে পারেন, তিনিই আসলে জিতে যান।
  • সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শিখি, আর বুঝতে শেখার সঙ্গে সঙ্গে দুঃখ কমে আসে।
  • যতই নিজের মনকে শান্ত করতে পারবে, ততই তোমার জীবনে শান্তি থাকবে।
  • নিজের মনের ভয়কে দূর করো, তাহলেই গোটা পৃথিবী জয় করতে পারবে।

এই মুহূর্তে

আরও পড়ুন