Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গBalurghat: ড্রোন বালুরঘাটে! রাতের আকাশে রহস্যময় আলো

Balurghat: ড্রোন বালুরঘাটে! রাতের আকাশে রহস্যময় আলো

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে রাতের আকাশে রহস্যময় আলোর দেখা মিলতেই শোরগোল পড়েছে জেলাজুড়ে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

রাতের আকাশে রহস্যময় আলোর দেখা মিলল বালুরঘাট-সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায়। রবিবার রাতে কখনও বালুরঘাট, আবার কখনও গঙ্গারামপুর, হরিরামপুরে সারি সারি রহস্যময় আলোর দেখা মেলে। যাকে ঘিরেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকের প্রাথমিক অনুমান, আলোকবস্তুগুলো ড্রোন হতে পারে। কারণ পাশেই রয়েছে বাংলাদেশ সীমান্ত। সেখান থেকে ড্রোন পাঠানো হতে পারে বলে অনেকের আশঙ্কার।

আরও পড়ুন: দাম দেড় লক্ষ টাকা! ভারতে চাষ হচ্ছে এই ‘মূল্যবান’ ফল

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে রাতের আকাশে রহস্যময় আলোর দেখা মিলতেই শোরগোল পড়েছে জেলাজুড়ে। জেলার হরিরামপুর থেকে একেবারে সীমান্তবর্তী বালুরঘাট ও হিলির আকাশেও এমন রহস্যময় আলোর বস্তু দেখা গিয়েছে। যদিও এই রহস্যময় আলো নিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কাছেও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এমনকি বিএসএফের কাছেও কোনও তথ্য নেই বলেই খবর।

জেলা পুলিশের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে এনিয়ে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি কী খতিয়ে দেখছে বিএসএফও। যদিও এবিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: রং দেখে পা ফেলুন, না হলে ‘লাল কার্ড’ দেখাবেন মেট্রো কর্তৃপক্ষ

গত ১৯ মে কলকাতার এসপ্ল্যানেড, ফোর্ট উইলিয়াম-সহ একাধিক এলাকায় রাতের আকাশে একাধিক ‘আন আইডেন্টিফায়েড লাইটিং অবজেক্ট’ দেখা গিয়েছিল। সেগুলি ড্রোন কি না, তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। প্রকৃতপক্ষে তা কী ছিল, সে বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু বলতে পারেনি কলকাতা পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনাতে আকাশে এমন রহস্যজনক আলো দেখা গিয়েছে। এবার দক্ষিণ দিনাজপুরে দেখা গেল রহস্যময় আলো। কোথা থেকে আসছে এগুলি? কারা পাঠাচ্ছে? তা নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন