Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeউত্তরবঙ্গJalpaiguri: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু! অভিযোগ জলপাইগুড়ি মেডিকেলের দিকে

Jalpaiguri: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু! অভিযোগ জলপাইগুড়ি মেডিকেলের দিকে

ঘটনার তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিকেল কলেজে। মৃতের নাম নান্টু দে সরকার (৫২)। বাড়ি জলপাইগুড়ি শহরের পবিত্র নগর কলোনিতে। পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে নান্টুর। ঘটনার তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ খবর দিল কেন্দ্রীয় সরকার; নদীয়া, উত্তর ২৪ পরগনায় রয়েছে গুপ্তধন!

পরিবার সূত্রে খবর, বুধবার দুপুর থেকে নান্টুর পায়ে যন্ত্রণা হচ্ছিল। রাতে পরিবারের তরফে তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে থাকা চিকিৎসকের পরামর্শে তাঁকে সার্জিকাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁকে একটা ইনজেকশন দেওয়া হয়।

আরও পড়ুনঃ 5G-র ভারতে এই প্রথম ‘মানব-ব্রিজ’

তারপরেই নান্টুর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। নান্টুর ছেলে নদাই দে সরকার বলেন, ‘ইনজেকশন দেওয়ার পরই বাবার মৃত্যু হয়েছে। চিকিৎসার গাফিলতির কারণে এমন ঘটনা। আমরা তদন্ত চাইছি।’

এই মুহূর্তে

আরও পড়ুন