Sunday, 10 August, 2025
10 August, 25
HomeহুগলীHoogly: প্ল্যাটফর্মে থামলই না, হু-হু করে এগিয়ে গেল গোঘাট লোকাল

Hoogly: প্ল্যাটফর্মে থামলই না, হু-হু করে এগিয়ে গেল গোঘাট লোকাল

তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করছিলেন ট্রেনে ওঠার জন্য।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ 

প্ল্যাটফর্মে না থেমেই এগিয়ে গেল লোকাল ট্রেন। আর ট্রেন প্ল্যাটফর্মে না থেমে এগিয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে বরাত জোড়ে রক্ষা পেলেন রেলযাত্রীরা। স্টেশনে থামার কথা থাকলেও কেন চালক ট্রেন থামালেন না, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ৫৪৬.১৪ Mbps! Jio পারছেনা, দ্রুততম মোবাইল ইন্টারনেট পরিষেবা, ভারত বিশ্বের ২৬তম স্থানে

স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যে আপ হাওড়া গোঘাট লোকাল হাওড়া থেকে ছেড়ে কোন্ননগর ঢোকে। ট্রেন ঢুকছে সেই ঘোষণা আগেই করা হয় স্টেশনে। সেই মতো তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করছিলেন ট্রেনে ওঠার জন্য। এবার এই প্ল্যাটফর্মের লাইন পেরিয়েই দিয়েই বহু যাত্রী এক ও দুই নম্বর প্ল্যাটফর্মে ওঠেন। কেউ আবার কানাইপুরের দিকে যান। ওভারব্রিজ থাকার পরও অনেক যাত্রী লাইন পারাপার করেন এইখান থেকেই।

কিন্তু গতকাল দেখা গেল আপ গোঘাট লোকালটি কোন্নগর ঢোকার পরও প্ল্যাটফর্মে দাঁড়ায়নি। কার্যত যাত্রীদের অবাক করে দিয়েই প্ল্যাটফর্ম ছাড়িয়ে খানিকটা এগিয়ে যায়। ভাগ্যক্রমে সেই সময় রেল লাইনে কেউ পারাপার করছিলেন না। কেউ না থাকায় বড় বিপদ ঘটেনি।

আরও পড়ুনঃ আরও নিষেধাজ্ঞা! ভারত মাথা নোওয়ায়নি; চাপ বাড়ানো হচ্ছে

তবে আতঙ্কিত যাত্রীরদের মধ্যে কেউ কেউ ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন। যদিও পরে স্টেশন কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করেন, ট্রেনকে পিছিয়ে প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এরপর ট্রেনটি পিছিয়ে ফের প্ল্যাটফর্মে আনা হয়। ট্রেন ফিরিয়ে প্ল্যাটফর্মে আসতেই চালককে ঘিরে শুরু হয় যাত্রীদের বিক্ষোভ। যাত্রীদের ওঠানামার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।

এই মুহূর্তে

আরও পড়ুন