Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeউত্তরবঙ্গJalpaiguri: প্রতিশোধের নৃশংস খেলা! ছাগলের মৃত্যুর বদলা, জলপাইগুড়িতে বিষমাখা মাংসে ১২ পথ...

Jalpaiguri: প্রতিশোধের নৃশংস খেলা! ছাগলের মৃত্যুর বদলা, জলপাইগুড়িতে বিষমাখা মাংসে ১২ পথ কুকুরকে হত্যা

প্রতিহিংসার আগুন কতটা ভয়াবহ হতে পারে? একটা মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য় কত দূর পর্যন্ত যেতে পারেন?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

বিষ মেশানোর মাংস খাইয়ে ১২টি পথকুকুরকে হত্যা! জলপাইগুড়ির কোতওয়ালি থানার মোহিত নগর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে।

প্রশ্ন উঠছে, প্রতিহিংসার আগুন কতটা ভয়াবহ হতে পারে? একটা মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য় কত দূর পর্যন্ত যেতে পারেন? এই ধরনের ঘটনা বেনজির নয়, কিন্তু এর নজিরই বা কেন তৈরি হচ্ছে?

আরও পড়ুনঃ এনজেপিতে বাতিল ৯টি ট্রেন, আংশিক বন্ধ শতাব্দী; উত্তরে বাতিল একাধিক ট্রেন

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মোহিত নগর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে পথকুকুরদের বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, মাংসের সঙ্গে বিষ মিশিয়ে নিষ্পাপ প্রাণগুলিকে নারকীয়ভাবে হত্যা করে ওই ব্যক্তি।

কিন্তু কেন এই রকম পৈশাচিক আচরণ? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তারই কোনও একটি পথকুকুরের কামড়ে প্রাণ যায় ওই অভিযুক্তের ছাগলের। তখনই প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে তার মধ্য়ে।

মৃত ছাগল কেটে বিষ মেশানো মাংস রান্না করে এলাকার পথকুকুরগুলিকে খাইয়ে দেয় ওই অভিযুক্ত। যার জেরে মৃত্যু হয় এলাকার ১২টি কুকুরের। ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে পশু প্রেমী সংগঠন স্পোর। স্থানীয় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে তারা।

এদিন স্পোর-এর সদস্য গুড্ডু মণ্ডল বলেন, “বৃহস্পতিবার আমরা খবর পাই, এই এলাকায় ১৩টি মতো কুকুরকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। তবে একটা কুকুর এখনও জীবিত রয়েছে। কিন্তু বাকি কুকুরগুলির মারা গিয়েছে। আর এটা প্রথম নয়। এর আগেও এমন কাণ্ড বহুবার ঘটেছে। এবার গোটা ঘটনার প্রমাণ আমাদের হাতে রয়েছে।”

আরও পড়ুনঃ তপ্ত তুফানগঞ্জ! পঞ্চায়েত প্রধানের বাড়িতে তির ধনুক নিয়ে হামলার অভিযোগ

সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্য়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পরিবেশকর্মী মানেকা গান্ধীর সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যের পশু-প্রেমী সংগঠনগুলি। জলপাইগুড়ির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, রাজ্য পুলিশ যাতে যথাযথ ব্যবস্থা নেন, সেই অনুরোধ করেছেন তিনি। তবে এ ব্যাপারে স্থানীয় পুলিশ বা অভিযুক্ত ব্যক্তির কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন