Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeউত্তরবঙ্গJalpaiguri: ডায়াগনস্টিক সেন্টারের ভিতর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য জলপাইগুড়ির হাকিমপাড়ায়

Jalpaiguri: ডায়াগনস্টিক সেন্টারের ভিতর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য জলপাইগুড়ির হাকিমপাড়ায়

হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ

ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু! অফিস থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির হাকিমপাড়ায়। মৃতের নাম রাহুল ঝাঁ (২৮)। শনিবার রাতে ওই সেন্টারের একটি কক্ষে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ মায়ের পুজোয় আমিষ ভোগ! এই রাজবাড়ির মনসা পুজো ঘিরে মেলা, ছুটি স্কুল-কলেজও

পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই কর্মী। তাঁদের দাবি, এই মানসিক চাপই যুবককে চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার। সিসিটিভি ফুটেজ দেখার কথা বলছেন তাঁরা।

আরও পড়ুনঃ শোকের ছায়া ধূপগুড়িতে; স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু কিশোরের

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারাও। রাতেই মৃত কর্মীর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ওই ডায়াগনস্টিক সেন্টারের সামনে বিক্ষোভ দেখান। যদিও ততক্ষণে ডায়াগনস্টিক সেন্টারে তালা পড়ে গিয়েছে। কর্তৃপক্ষেরও কাউকে দেখা যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে সেন্টার সিল করে দিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মানসিক নির্যাতনের অভিযোগ সত্যি কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন