Monday, 3 November, 2025
3 November
HomeহুগলীArambag: ধর্ষণ করে খুনের পর দেহ লোপাটের চেষ্টা? আজ সাতসকালে আরামবাগে চাঞ্চল্য

Arambag: ধর্ষণ করে খুনের পর দেহ লোপাটের চেষ্টা? আজ সাতসকালে আরামবাগে চাঞ্চল্য

আরামবাগের গোঘাটের মান্দারণের গুবীরচক খালে মহিলার দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ

আজ সাতসকালে খাল থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। ধর্ষণ করে খুনের পর দেহ লোপাটের চেষ্টা নাকি অন্য কিছু? আরামবাগের গোঘাটের মান্দারণের গুবীরচক খালে মহিলার দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ পেনশন চাইলেন ধনখড়! গ্রহণ করা হয়েছে ধনখড়ের আবেদন

অন্যান্য দিনের মতো আজ রবিবার সকালেও কাজ করতে গিয়েছিলেন স্থানীয় কৃষকরা। সেই সময় তাঁরা গুবীরচক খালে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ ভাসতে দেখেন। গোটা গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পৌঁছয় গোঘাট থানায়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তাঁর বয়স সম্পর্কে এখনও নিশ্চিত হয়নি প্রশাসন। মৃতদেহটি কতদিন ধরে জলে ছিল, সে বিষয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর ওই মহিলার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেই জানান তদন্তকারীরা।

আরও পড়ুনঃ মুড়ি-মুড়কির মতো বিক্রি হচ্ছে ব্রাউন সুগার, ড্রাগ মাফিয়াদের দাপাদাপিতে জনতার চাপে চেয়ারম্যান

এর আগে গত শুক্রবার আসানসোল দক্ষিণ থানার ৩৮ নম্বর ওয়ার্ডের সাত নম্বর খোলামুখ খনির সামনের পলাশবনে কিশোরীর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই কিশোরী দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দা। দশম শ্রেণির ছাত্রী। বাড়ি থেকে বেরনোর পর নিখোঁজ হয়ে যায়। তার ২৪ ঘণ্টার মধ্যে দেহ উদ্ধার হয়। বাসিন্দাদেরই অনুমান, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। একজন দাবি করেন তিনি পোড়া কিছু দেখেছেন। এখানেই প্রশ্ন ওঠে, তাহলে কি ধর্ষণ ও খুনের পর, দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? এই ঘটনায় কিশোরীর এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন