Wednesday, 5 November, 2025
5 November
HomeকলকাতাSajal Ghosh: পুরুষকে শ্লীলতাহানি! শোরগোল রাজ্য রাজনীতিতে

Sajal Ghosh: পুরুষকে শ্লীলতাহানি! শোরগোল রাজ্য রাজনীতিতে

নবান্ন অভিযানের ময়দান থেকে রাজনীতির রণক্ষেত্রে এই মামলার প্রতিধ্বনি যে আরও দীর্ঘস্থায়ী হবে, তা এখনই স্পষ্ট।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এবার সজল ঘোষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। তবে কোনও মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ নয়, পুরুষকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। তৈরি হয়েছে তীব্র চাপানউতোর। অভিযোগ শুনে রীতিমতো হতভম্ব বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। গত ৯ অগস্ট নবান্ন অভিযানে বিজেপি নেতা সজল ঘোষ রাস্তায় নেমেছিলেন। ঘটনা সেই সময়ের।

আরও পড়ুনঃ বাড়ির সামনে বেআইনি নির্মাণের প্রতিবাদ, তৃণমূল নেতার নিদানে একঘরে খানাকুলের পরিবার

পুলিশের কাছে যে অভিযোগ করা হয়েছে তাতে বলা হয়েছে  ৯ অগস্ট নবান্ন অভিযানে বিজেপি নেতা সজল ঘোষ যখন রাস্তায় নেমেছিলেন তখন এক ব্যক্তিতে জুতো দেখান। গালিগালাজ করেন। এরপরই সজল ঘোষের বিরুদ্ধে অন্যান্য ধারা ছাড়াও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। যাকে উদ্দেশ্য করে সজল গালিগালাজ করেছেন বলে অভিযোগ, সেই ব্যক্তিই অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ স্টুডেন্টস হেলথ হোমের ৭৪ তম প্রতিষ্ঠা দিবসের সূচনা

পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন সজল। সজল ঘোষ বললেন, “আমার বিরুদ্ধে অভিযোগ কাউকে গালিগালাজ বা জুতো দেখিয়েছি। এখন আমার চরিত্র নিয়ে কথা বলছে! তাও ঠিক আছে। তাই বলে রুচি নিয়ে? এই দলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে!” এরপরই সুর আরও চড়িয়ে বলেন, এক পুলিশ তার বোধ নেই যে যে  ধারা দিচ্ছি সেটা দিতে গেলে একটা মহিলাকে লাগে।”

এই মুহূর্তে

আরও পড়ুন