Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeদেশMumbai: ‘হাই অ্যালার্ট’ মুম্বইয়ে! ৪০০ কেজি আরডিএক্স, ১৪ জন জঙ্গি! ৩৪টি মানব...

Mumbai: ‘হাই অ্যালার্ট’ মুম্বইয়ে! ৪০০ কেজি আরডিএক্স, ১৪ জন জঙ্গি! ৩৪টি মানব বোমা হামলার হুমকি

শহর জুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মুম্বই জুড়ে হবে ‘ধামাকা’! ৩৪টি ‘মানব বোমা’ ফাটবে। কেঁপে উঠবে বাণিজ্যনগরী। এমন বার্তা পেয়ে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ। শহর জুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ‘লস্কর-ই-জিহাদি’ নামে এক সংগঠনের পরিচয় দিয়ে হুমকি ফোন করা হয়। দাবি, ৩৪টি মানব বোমা বহনকারী গাড়ি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। তাতে মোট ৪০০ কেজি আরডিএক্স রয়েছে। তার বিস্ফোরণে কাঁপবে মুম্বই। শুধু তা-ই নয়, ১৪ জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বইয়ে প্রবেশ করেছে বলেও ফোনে দাবি করা হয়। এই হুমকিবার্তা পাওয়ার পরই পুলিশ তৎপরতা বাড়িয়েছে। দিকে দিকে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছু মেলেনি।

আরও পড়ুনঃ ভয়ংকর বিপদ! বডি মাসাজের নামে হোটেলের রুমে ডাক…তারপর?

পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়ো হুমকি বার্তা দেওয়া হয়েছে। তবে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ মুম্বই পুলিশ। বম্ব স্কোয়াড এবং বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্পর্শকাতর জায়গায় খোঁজ চালানো হচ্ছে বলে খবর। গণেশ বিসর্জন চলছে মুইয়ে। উৎসবের আবহে বড় হামলার ছকের পরিকল্পনা করছে কি জঙ্গিরা উঠছে প্রশ্ন। শুধু তা-ই নয়, ২৬/১১ মুম্বই হামলার কথাও মাথায় রাখছে পুলিশ।

আরও পড়ুনঃ বড় বিপাকে শিল্পা শেট্টি, লুকআউট নোটিস জারি স্বামী রাজ-অভিনেত্রীর বিরুদ্ধে

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দরে বোমা হামলার হুমকি ইমেল, ফোন নতুন নয়। এর আগেও বেশ কয়েক বার এমন হুমকি ইমেল পাঠানো হয় দিল্লি, মুম্বই, জয়পুরের বিভিন্ন স্কুলে। গত বছরের মে মাসে প্রায় ৩০০টি স্কুল বোমা-হুমকির ইমেল পেয়েছিল। সম্প্রতি, জুলাই মাসে রাজধানীতে টানা তিন দিন ধরে আটটি বোমা হামলার হুমকির খবর মিলেছিল। দিন কয়েক আগেই দিল্লির ৫০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি-ইমেল পাঠানো হয়েছে। তবে প্রায় প্রতিটি ক্ষেত্রেই এ সব ভুয়ো হুমকি বলে জানা যায়।

এই মুহূর্তে

আরও পড়ুন