নভেম্বর মাস জুড়ে রয়েছে একাধিক উৎসব। তারই মধ্যে এই নভেম্বর মাসের পূর্ণিমা আলাদা মাহাত্ম্যের অধিকারী। এই নভেম্বর মাসের পূর্ণিমা রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা নামে পরিচিত। ২০২৫ সালের রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা কবে পড়ছে? দেখে নিন পঞ্জিকামতে পূর্ণিমা শুরু ও শেষের সঠিক সময়।
আরও পড়ুনঃ চন্দননগরই দেখায় বিশেষত্ব! উত্তর থেকে দক্ষিণ মা চললো রেললাইন দিয়ে
রাস পূর্ণিমা ২০২৫:-
বৈষ্ণব ধর্মীয় নানান রীতি পালন করে উজ্জাপিত হয় রাস উৎসব। শ্রীরাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে এই উৎসব পালিত হয়। রাস উৎসব উপলক্ষ্যে বাংলার নানান জায়গায় বিশেষ পুজো পালিত হয়। বাংলায় চৈতন্যদেবের রাস উৎসবের কথা শোনা যায়।
উত্তরপ্রদেশের বৃন্দাবন, মথুরা থেকে অসম, মণিপুর, ওড়িশায় রাস উৎসব উপলক্ষ্যে বিশেষ পুজো দেখা যায় দিকে দিকে। শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের বিশেষ আরাধনার এই উৎসবের অঞ্চলভেদে নানান রূপসজ্জাও দেখা যায় শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার। কবে পড়েছে রাস উৎসব?
আরও পড়ুনঃ ৪ নভেম্বর SIR শুরুর দিনেই রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মমতা-অভিষেক
রাস পূর্ণিমা ২০২৫ তিথি
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, পূর্ণিমা তিথি আরম্ভ হবে ইংরেজি ৪ নভেম্বর। সেদিনটি মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন পড়েছে, কার্তিক মাসের ১৮ তারিখ। সেদিন রাত ১০ টা ৩৮ মিনিটে শুরু হবে রাস পূর্ণিমার তিথি। পূর্ণিমা তিথি শেষ ১৯ কার্তিক। সেদিনটি পড়েছে বুধবার। তারিখ ৫ নভেম্বর ২০২৫ বুধবার। সময় সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকামতে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা পড়েছে ৪ নভেম্বর। দিনটি মঙ্গলবার। তিথি শুরু হচ্ছে, রাত ৯ টা ২২ মিনিট ১৩ সেকেন্ডে। তিথি শেষ বুধবার। সেই দিনটি পড়েছে ৫ নভেম্বর। সন্ধ্যা ৭ টা ৬ মিনিট ৪১ সেকেন্ডে শেষ হবে তিথি।





